Viral Video

২ কেজি সোনা দিয়ে তৈরি বিয়ের মুকুট প্রদর্শনীতে দিয়েছিলেন দম্পতি, ছবি তুলতে গিয়ে ভেঙেই ফেলল বালক! ভিডিয়ো ভাইরাল

সোনার মুকুটের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত ছিল এক বালক। কাচের বাক্সে গাল ঠেকিয়ে ছবি তুলছিল সে। দু’পাশ থেকে বাক্সটি ধরে ছবি তুলতে যাওয়ার সময় তা টেবিল থেকে পিছলে পড়ে যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ১৬:২২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সংগ্রহের জিনিসপত্র সাজিয়ে প্রদর্শনীর আয়োজন করেছিলেন এক দম্পতি। বিয়েতে স্বামীর দেওয়া উপহারও প্রদর্শনীতে সাজিয়ে রেখেছিলেন তরুণী। ২ কেজি ওজনের সোনার মুকুট উপহার হিসাবে পেয়েছিলেন তিনি। সেই মুকুটের উপর নকশার কাজও নজরকাড়া। কাচের বাক্সের ভিতর সেই মুকুটটি রাখা হয়েছিল। প্রদর্শনীর ভিতর রাখা কোনও জিনিস যেন কেউ স্পর্শ না করেন, এমনটাই অনুরোধ করেছিলেন দম্পতি। কিন্তু সোনার মুকুটের সঙ্গে ছবি তোলার লোভ সামলাতে পারল না এক বালক। কাচের বাক্স জড়িয়ে ধরে ছবি তুলতে গিয়ে মুকুটসমেত বাক্সটি নীচে পড়ে ভেঙে ফেলল সে। ছবি তোলার কারণে কোটি কোটি টাকার সোনার মুকুট ভেঙে ফেলে সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ভাইসগ্র্যাড ২৪’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, সোনার মুকুটের সঙ্গে ছবি তোলার সময় ভুলবশত তা ভেঙে ফেলে এক বালক। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, তরুণীর নাম জ়াং কাই। জনপ্রিয় নেটপ্রভাবী কাই। রূপচর্চা সংক্রান্ত ভিডিয়ো বানিয়ে রোজগার করেন তিনি। জ়াংয়ের স্বামীর নাম জ়াং উডং। তিনি পেশায় শিল্পী। দু’জনেই চিনের বেজিংয়ের বাসিন্দা।

বিয়ে উপলক্ষে কাইকে একটি দু’কেজি ওজনের সোনার মুকুট উপহার দিয়েছিলেন উডং। প্রদর্শনীতে সেই মুকুটও সাজিয়ে রেখেছিলেন তাঁরা। প্রদর্শনী দেখতে ভিড়ও জমিয়েছিলেন স্থানীয়েরা। এক বালক তার অভিভাবকের সঙ্গে প্রদর্শনীতে গিয়েছিল। সোনার মুকুটের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত ছিল সেই বালক। কাচের বাক্সে গাল ঠেকিয়ে ছবি তুলছিল সে। দু’পাশ থেকে বাক্সটি ধরে ছবি তুলতে যাওয়ার সময় তা টেবিল থেকে পিছলে পড়ে যায়।

বাক্সসমেত সোনার মুকটটিও নীচে পড়ে ভেঙে যায়। স্রেফ সেই মুকুটটি তৈরি করতেই ভারতীয় মুদ্রায় ২১ লক্ষ টাকা থেকে শুরু করে ৫১ লক্ষ টাকা খরচ হতে পারে বলে দাবি এক রত্ন বিশেষজ্ঞদের। যদিও সোনার মুকুটটি ভেঙে যাওয়ার পর ওই বালকের পরিবারের কাছে কোনও ক্ষতিপূরণ দাবি করা হয়নি। দম্পতি জানিয়েছেন, সোনার মুকুটের বিমা করানো রয়েছে। ভুলবশত মুকুট ভেঙে ফেলার জন্য ওই বালককে দোষারোপও করেননি তাঁরা।

Advertisement
আরও পড়ুন