India vs England 2025

প্রথম টেস্টে অভিষেক ভারতীয় ব্যাটারের, ইংল্যান্ডের বিরুদ্ধে কোন ১১ জনকে নিয়ে খেলছে ভারত?

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ় দিয়ে ২০২৫-২৭ টেস্ট বিশ্বকাপ চক্র শুরু করছে ভারতীয় দল। রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর নেওয়ার পর এই প্রথম টেস্ট ম্যাচ খেলছে ভারত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ১৫:০৯
picture of cricket

(বাঁ দিকে) ঋষভ পন্থ এবং শুভমন গিল (ডান দিকে)। —ফাইল চিত্র।

হেডিংলেতে প্রথম টেস্টে মুখোমুখি ভারত এবং ইংল্যান্ড। রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর নেওয়ার পর এই প্রথম টেস্ট ম্যাচ খেলছে ভারতীয় দল। নিউ জ়িল্যান্ডের কাছে ঘরের মাঠে এবং অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার-গাওস্কর ট্রফি হারার পর এই সিরিজ় ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হেডিংলে টেস্টেই আবার ভারতীয় দলকে প্রথম বার নেতৃত্ব দেবেন শুভমন গিল। গুরুত্বপূর্ণ এই টেস্টের জন্য কেমন হল ভারতীয় দল?

Advertisement

টসের পর প্রথম একাদশ জানালেন অধিনায়ক শুভমন। দলে তেমন বড় চমক নেই। প্রত্যাশা মতোই টেস্ট অভিষেক হতে চলেছে ফর্মে থাকা সাই সুদর্শনের। তিনি তিন নম্বরে ব্যাট করবেন। আট বছর পর টেস্ট খেলতে নামছেন করুণ নায়ারও। যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করবেন লোকেশ রাহুল। দলে রয়েছেন শার্দূল ঠাকুরও। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ় দিয়েই ২০২৫-২৭ টেস্ট বিশ্বকাপ চক্র শুরু করছে ভারতীয় দল।

হেডিংলেতে প্রথমে ব্যাট করবে ভারত। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।

ভারতের প্রথম একাদশ: যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), করুণ নায়ার, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।

Advertisement
আরও পড়ুন