India vs Australia 2025

ভারতের প্রথম একাদশে দুই বদল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে কারা বাদ গেলেন, কোন দু’জন দলে ঢুকলেন?

এক দিনের সিরিজ়ের শেষ ম্যাচের প্রথম একাদশে জোড়া পরিবর্তন করল ভারত। সিডনিতে খেলছেন না এক অলরাউন্ডার এবং এক জন জোরে বোলার। শেষ ম্যাচে এক জন জোরে বোলারের পাশাপাশি এক জন ব্যাটার কম খেলাচ্ছেন শুভমন গিলেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ০৮:৪৩
picture of Shubman Gill

শুভমন গিল। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে প্রথম একাদশে জোড়া পরিবর্তন করল ভারত। এক জন অলরাউন্ডার এবং এক জন জোরে বোলারকে বাদ দেওয়া হয়েছে প্রথম একাদশ থেকে। পরিবর্তে দু’জন এসেছেন প্রথম একাদশে।

Advertisement

প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন নীতীশ কুমার রেড্ডি এবং অর্শদীপ সিংহ। অলরাউন্ডার নীতীশকে প্রথম একাদশের বাইরে রেখে মাঠে নামার অর্থ ব্যাটিং শক্তি কিছুটা কমবে শুভমন গিলদের। শনিবার খেলছেন না অর্শদীপ সিংহও। তাঁদের পরিবর্তে প্রথম একাদশে এসেছেন কুলদীপ যাদব এবং প্রসিদ্ধ কৃষ্ণ। সিডনির ২২ গজে স্পিনারেরা সাহায্য পান। সে কথা মাথায় রেখেই সম্ভবত রিস্ট স্পিনার কুলদীপকে প্রথম একাদশে নেওয়া হয়েছে। নীতীশের জায়গায় তাঁকে প্রথম একাদশে নেওয়া হয়েছে। দলে রয়েছেন অক্ষর পটেল এবং ওয়াশিংটন সুন্দরও। সব মিলিয়ে তিন স্পিনার নিয়ে খেলছে ভারত। বাঁহাতি অর্শদীপের পরিবর্তে প্রসিদ্ধকে দলে রাখা হয়েছে। জোরে বোলিংয়ের বৈচিত্রও কমছে সিডনিতে। কারণ ডানহাতি জোরে বোলার হিসাবে মহম্মদ সিরাজ এবং হর্ষিত রানা রয়েছেন। নীতীশের মিডিয়াম পেসের অভাবও অনুভূত হতে পারে। সার্বিক ভাবে শেষ ম্যাচে এক জন জোরে বোলারের পাশাপাশি এক জন ব্যাটার কম খেলাচ্ছেন শুভমনেরা।

প্রথম দু’টি ম্যাচেই ভাল পারফর্ম করতে পারেননি দিল্লির জোরে বোলার। তবু হর্ষিতের উপর আস্থা অটুট কোচ গৌতম গম্ভীরের।প্রথম দু’ম্যাচে রান করতে না পারা বিরাট কোহলিও খেলছেন। মূল ব্যাটিং অর্ডারেও কোনও পরিবর্তন হয়নি। এক দিনের সিরিজ়ের কোনও ম্যাচ খেলার সুযোগ পেলেন না যশস্বী জয়সওয়াল এবং ধ্রুব জুরেল।

অস্ট্রেলিয়ার প্রথম একাদশেও একটি পরিবর্তন হয়েছে। জ়েভিয়ার ব্র্যাটলেটের বদলে মিচেল মার্শদের হয়ে সিডনিতে খেলছেন নাথান এলিস।

ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।

Advertisement
আরও পড়ুন