ICC Champions Trophy 2025

অনুশীলনে চোট, চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই রিজ়ার্ভে থাকা ক্রিকেটার, ধাক্কা ভারতীয় শিবিরে

অনুশীলনে গোড়ালিতে চোট পেয়েছেন ভারতীয় দলের এক ব্যাটার। তাঁর চোট ভারতীয় দলে সরাসরি প্রভাব না ফেললেও উদ্বেগ বাড়াতে পারে গৌতম গম্ভীরদের।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪২
picture of Gautam Gambhir

গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই ধাক্কা ভারতীয় শিবিরে। অনুশীলনে গোড়ালিতে চোট পেয়েছেন এক ব্যাটার। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার আগে তাঁর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন ভারতীয় শিবির। যদিও এই ঘটনার প্রভাব সরাসরি ভারতীয় দলে পড়বে না।

Advertisement

অনুশীলনে চোট পেয়েছেন যশস্বী জয়সওয়াল। মুম্বইয়ের হয়ে বিদর্ভের বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনালে খেলার কথা ছিল তরুণ ওপেনারের। গোড়ালিতে চোট পাওয়ায় তাঁর খেলার সম্ভাবনা নেই।

যশস্বী চ্যাম্পিয়ন্স ট্রফির মূল দলে নেই। তাঁকে রাখা হয়েছে রিজ়ার্ভ সদস্য হিসাবে। ১৫ জনের ভারতীয় দলের কোনও ব্যাটার চোট পেলে তিনি দুবাই যেতেন। কিন্তু প্রয়োজন হলেও তাঁর পক্ষে দুবাই যাওয়া সম্ভব হবে না। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে যশস্বীর ফিট হওয়ার সম্ভাবনা নেই। ফলে রিজ়ার্ভ হিসাবে অন্য কোনও ব্যাটারকে বেছে নিতে হবে অজিত আগরকরদের।

১৭ ফেব্রুয়ারি থেকে মুম্বই-বিদর্ভ রঞ্জি সেমিফাইনাল শুরু হওয়ার কথা। নাগপুরের এই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন যশস্বী। নাগপুরে মুম্বই দলের অনুশীলনেই চোট পেয়েছেন তিনি। গোড়ালিতে চোট পাওয়ায় ব্যাট করতে সমস্যা হচ্ছে তাঁর। যশস্বীকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) যাওয়ার নির্দেশ দিয়েছে বিসিসিআই। সেখানেই তাঁর চিকিৎসা হবে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে যশস্বীকে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ৯ মার্চ। ফলে রোহিত শর্মারা ফাইনালে উঠলে এবং প্রয়োজন হলেও খেলতে পারবেন না যশস্বী।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিসিসিআই প্রাথমিক যে দল ঘোষণা করেছিল, তাতে ছিলেন যশস্বী। চূড়ান্ত দলে অবশ্য তাঁর জায়গা হয়নি। ২৩ বছরের ব্যাটারের পরিবর্তে দলে আসেন স্পিনার বরুণ চক্রবর্তী। যদিও প্রয়োজন হতে পারে ভেবে ভারত-ইংল্যান্ড এক দিনের সিরিজ়ে যশস্বীকে খেলায় ভারত। জস বাটলারদের বিরুদ্ধে প্রথম ম্যাচে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় যশস্বীর। সেই ম্যাচে ২২ বলে ১৫ রান করেছিলেন যশস্বী।

Advertisement
আরও পড়ুন