Suryakumar Yadav

ফর্মে ফিরতে মরিয়া সূর্য নেতৃত্ব দেবেন মুম্বইকে, দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে নামবেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের আগে প্রস্তুতিতে ফাঁক রাখতে চাইছেন না সূর্যকুমার যাদব। তাই মুম্বইয়ের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ১৭:৪৭
picture of SuryaKumar Yadav

সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

মুম্বইকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তাঁকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছেন মুম্বইয়ের ক্রিকেট কর্তারা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের প্রস্তুতি হিসাবে সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলার সিদ্ধান্ত নিয়েছেন সূর্য।

Advertisement

কিছু দিন ধরে চেনা ফর্মে দেখা যাচ্ছে না সূর্যকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়েও তেমন রান পাননি। তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামার আগে প্রস্তুতিতে খামতি রাখতে চাইছেন না ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক। শুক্রবার মুম্বইয়ের সৈয়দ মুস্তাক আলি ট্রফির দল নির্বাচন রয়েছে। তার আগেই নির্বাচকদের সূর্য জানিয়ে দিয়েছেন, তিনি খেলবেন। শ্রেয়স আয়ারের অনুপস্থিতিতে সূর্যকেই অধিনায়ক করা হবে বলে মুম্বইয়ের কর্তারা জানিয়েছেন।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের প্রথম ম্যাচ লখনউয়ে ২৬ নভেম্বর। ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ৯ ডিসেম্বর। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে লিগ পর্বে মুম্বইয়ের শেষ দু’টি ম্যাচ ৬ এবং ৮ ডিসেম্বর। এই দু’টি ম্যাচে মুম্বইয়ের হয়ে সূর্যের খেলার সম্ভাবনা প্রায় নেই। তা হলেও মুম্বইয়ের হয়ে পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাবেন সূর্য।

Advertisement
আরও পড়ুন