Asia Cup 2025

হ্যান্ডশেক বিতর্কের পর ২৪ ঘণ্টাও কাটল না, এশিয়া কাপেই ভারত-পাক জুটি! কী হল মাঠে?

ভারত-পাকিস্তান ম্যাচের হ্যান্ডশেক বিতর্ক ঘিরে উত্তাল এশিয়া কাপ। বিতর্কের ২৪ ঘণ্টার মধ্যে আবু ধাবিতে দেখা গেল ভিন্ন ছবি। মাঠে জুটি বাঁধল ভারত-পাকিস্তান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৯
picture of cricket

রবিবার খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীতের সময় ভারত-পাকিস্তান দু’দল। ছবি: এক্স।

ভারত-পাকিস্তান ম্যাচের হ্যান্ডশেক বিতর্কে উত্তাল এশিয়া কাপ। দু’পক্ষই নিজেদের অবস্থানে অনড়। দু’পক্ষের পরস্পর বিরোধী অবস্থান এখন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কর্তাদের মাথা ব্যথা। জল গড়িয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) পর্যন্ত। এর মধ্যেই এশিয়া কাপে দেখা গেল ভারত-পাকিস্তান জুটি।

Advertisement

হ্যান্ডশেক বিতর্ক শুরুর পর ২৪ ঘণ্টাও কাটল না। একসঙ্গে মাঠে নেমে পড়ল ভারত-পাকিস্তান! সূর্যকুমার যাদব এবং সলমন আঘাদের উত্তেজনার আবহেই ঘটে গেল এক ঘটনা। সোমবার এশিয়া কাপে ওমান-সংযুক্ত আরব আমিরশাহি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করলেন ভারতের বীরেন্দ্র শর্মা এবং পাকিস্তানের আসিফ ইয়াকুব। দু’জনেই ছিলেন এই ম্যাচের ‘অন ফিল্ড’ আম্পায়ার। দায়িত্ব পালনের সুবাদে ম্যাচ চলাকালীন একাধিক বার কথা বলতে হয়েছে তাঁদের। ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের মতো দূরত্ব বজায় রাখা সম্ভব হয়নি বীরেন্দ্র বা ইয়াকুবের পক্ষে।

ভারত-পাকিস্তান সম্পর্ক ঘিরে এশিয়া কাপের আবহ যখন উত্তপ্ত, সে সময় প্রায় নিঃশব্দে নিজেদের দায়িত্ব পালন করলেন দু’দেশের দুই আম্পায়ার। তাঁদের পেশাদারি দক্ষতায় বা জুটিতে বিতর্কের ছাপ ছিল না। সোমবারের ম্যাচের আগে বীরেন্দ্র ৬টি টেস্ট, ১১টি এক দিনের ম্যাচ এবং ২৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেছেন। অন্য দিকে ইয়াকুব ৯টি টেস্ট, ৩৫টি এক দিনে ম্যাচ এবং ৪৫টি ২০ ওভারের ম্যাচে আম্পায়ারিং করেছেন।

Advertisement
আরও পড়ুন