IPL

আরসিবি-র পর আইপিএলের আরও একটি দল বিক্রি হতে পারে, ফাঁস করে দিলেন শিল্পপতি হর্ষ গোয়েন্‌কা

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিক্রির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আইপিএলের আরও একটি দলের মালিকানা বদল হতে পারে। আগ্রহী ক্রেতাদের মধ্যে রয়েছে আমেরিকার একটি সংস্থাও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ১৭:৪৫
picture of cricket

আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পর আইপিএলের আরও একটি ফ্র্যাঞ্চাইজ়ি বিক্রি হয়ে যেতে পারে। সমাজমাধ্যমে শিল্পপতি হর্ষ গোয়েন্‌কার ইঙ্গিত, বিক্রি হতে পারে রাজস্থান রয়্যালসও।

Advertisement

লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েন্‌কার দাদার ইঙ্গিত ঘিরে ক্রিকেট মহলে উত্তেজনা তৈরি হয়েছে। সমাজমাধ্যমে হর্ষ লিখেছেন, ‘‘আমি শুনেছি আইপিএলের একটি নয়, দু’টি দল বিক্রি হতে চলেছে। আরসিবি এবং আরআর। একটা বিষয় পরিষ্কার, এখনকার বাজারদর অনুযায়ী বর্তমান মালিকপক্ষেরা প্রচুর অর্থ তুলতে চাইছেন। এই দু’টি দলই বিক্রি হয়ে যেতে পারে। আইলিএলের দল কিনতে আগ্রহী চার-পাঁচ জন ক্রেতা রয়েছেন। কে শেষ পর্যন্ত কিনবেন? পুণে, অহমদাবাদ, মুম্বই, বেঙ্গালরুর ক্রেতা রয়েছে। আমেরিকার ক্রেতাও রয়েছে।’’ উল্লেখ্য, রাজস্থান রয়্যালসের ৬৫ শতাংশ মালিকানা রয়েছে রয়্যালস স্পোর্টস গোষ্ঠীর হাতে। এছাড়া লালচাঁদ মুরদোচ ও রেড বার্ড ক্যাপিটাল পার্টনারসেরও মালিকানা রয়েছে।

বেঙ্গালুরুর দল বিক্রির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আগেই। বিরাট কোহলি, স্মৃতি মন্ধানাদের দলের মালিকানা পেতে পারে কন্নড় প্রযোজনা সংস্থা হোমবেল ফিল্মস। সংস্থাটি অতীতে কখনও খেলাধুলোয় বিনিয়োগ করেনি। চলচ্চিত্রই তাদের মূল ব্যবসা। তিন হাজার কোটি টাকার সংস্থাটি আগে থেকেই আরসিবির সঙ্গে বাণিজ্যিক ভাবে যুক্ত। ২০২৩ থেকে আরসিবির মার্কেটিং এবং প্রচারের দায়িত্বে রয়েছে তারা। সংস্থাটি আরসিবির আংশিক মালিকানা পেতে পারে।

Advertisement
আরও পড়ুন