India vs England 2025

পন্থের আঙুলে চোট, উদ্বেগ ভারতীয় শিবিরে, পরিবর্ত উইকেটরক্ষক জুরেল ব্যাট করতে পারবেন লর্ডস টেস্টে?

জসপ্রীত বুমরাহের একটি বল আটকাতে গিয়ে বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন ঋষভ পন্থ। ইংল্যান্ডের ইনিংসের ৩৪তম ওভারের পর উঠে যান তিনি। পন্থের পরিবর্তে উইকেট রক্ষা করছেন ধ্রুব জুরেল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ২১:৪৯
picture of cricket

আঙুলে চোট পাওয়া পর ঋষভ পন্থের শুশ্রূষা। ছবি: এক্স (টুইটার)।

ভারতীয় শিবিরে উদ্বেগ। কারণ, ঋষভ পন্থের চোট। ইংল্যান্ডের ইনিংসের ৩৪তম ওভারে একটি বল আটকাতে গিয়ে বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন পন্থ। মাঠ ছাড়তে হয় তাঁকে। পরিবর্তে উইকেট রক্ষা করতে নামতে হয়েছে ধ্রুব জুরেলকে। চোটের জন্য পন্থ ব্যাট করতে না পারলে জুরেল কি তাঁর পরিবর্তে ব্যাটও করতে পারবেন?

Advertisement

জসপ্রীত বুমরাহ বল করেছিলেন লেগ স্টাম্পের কিছু বাইরে। পন্থ বাঁ দিকে ঝাঁপিয়ে বল ধরার চেষ্টা করেন। যাতে ইংল্যান্ড ৪ রান বাই না পেয়ে যায়। বল ঠিক মতো আটকাতে পারেননি পন্থ। বল তাঁর বাঁ হাতের একটি আঙুল ছুঁয়ে চলে যায়। তাতেই চোট পান পন্থ। ভারতীয় দলের সহ-অধিনায়কের মুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। তিনি চোট পাওয়ায় কয়েক মিনিট বন্ধ থাকে খেলা। আবার উইকেট পিছনে গিয়ে দাঁড়ালেও গ্লাভস পরতে সমস্যা হচ্ছিল তাঁর। বুমরাহের ওই ওভার শেষ হওয়ার পর মাঠ ছাড়তে হয় পন্থকে। উইকেট রক্ষা করতে নামেন জুরেল। চা পানের বিরতির পরও মাঠে নামতে পারেননি পন্থ।

পন্থের চোট কতটা গুরুতর, তা জানা যায়নি। ভারতীয় শিবির থেকেও কিছু জানানো হয়নি। তিনি যদি ব্যাট করতে না পারেন, তা হলে কী হবে? জুরেল কি তাঁর পরিবর্ত হিসাবে ব্যাট করতে পারবেন? যেমন উইকেট রক্ষা করছেন। ক্রিকেটের নিয়ম অনুযায়ী, জুরেল ব্যাট করতে পারবেন না। ২০১৭ সালে এমসিসি যে নিয়ম তৈরি করেছিল, সেই অনুযায়ী উইকেটরক্ষক আহত হলে বা অসুস্থ হয়ে পড়লে মাঠের আম্পায়ারদের অনুমতি নিয়ে পরিবর্ত উইকেটরক্ষক নামানো যায়। কিন্তু পরিবর্ত হিসাবে নামা ক্রিকেটার ব্যাট করতে পারেন না। প্রথম একাদশে থাকা কোনও ক্রিকেটার মাথায় চোট পেলে বা খেলা চলার সময় কোভিড ১৯এ আক্রান্ত হলে, তাঁর পরিবর্ত ক্রিকেটার ব্যাট এবং বল করতে পারেন। এ ছাড়া সব ক্ষেত্রে পরিবর্ত ক্রিকেটার শুধু ফিল্ডিং করতে পারেন। ক্রিকেটের নিয়মে উইকেট রক্ষাকে ফিল্ডিংয়ের অংশ হিসাবেই বিবেচনা করা হয়। চোটের জন্য পন্থ ব্যাট করতে না পারলে শুভমন গিলের দলের হয়ে ব্যাট করবেন ১০জন।

Advertisement
আরও পড়ুন