India vs England 2025

লর্ডসে নেমেই চার বছর আগের স্মৃতিতে রাহুল, পন্থ, সিরাজ, কী বললেন তিন ভারতীয় ক্রিকেটার?

বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল ২০২১ সালে লর্ডস টেস্টে ১৫১ রানে হারিয়েছিল ইংল্যান্ডকে। সেই দলে ছিলেন লোকেশ রাহুল, ঋষভ পন্থ এবং মহম্মদ সিরাজ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৭:৩৯
picture of cricket

(বাঁ দিক থেকে) মহম্মদ সিরাজ, লোকেশ রাহুল এবং ঋষভ পন্থ। —ফাইল চিত্র।

২০২১ সালের পর ২০২৫। লর্ডসে আরও একটি টেস্ট খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ঋষভ পন্থ। সে বার ইংল্যান্ডকে ১৫১ রানে হারিয়েছিল ভারত। এ বারও জয় ছাড়া কিছু ভাবছেন না পন্থ। তাঁর মতোই স্মৃতিমেদুর ভারতীয় দলের আরও দুই সদস্য লোকেশ রাহুল এবং মহম্মদ সিরাজ।

Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে। সেই ভিডিয়োয় পন্থ ছাড়াও দেখা যাচ্ছে রাহুল এবং সিরাজকে। সুখস্মৃতিতে ডুব দিয়েছেন তাঁরা। তিন জন এক সঙ্গে বলেছেন, ‘‘২০২১-এ বিশ্বাস ছিল, ২০২৫-এও বিশ্বাস আছে।’’

আলাদা করে রাহুল বলেছেন, ‘‘এই মাঠে আমার খেলার অভিজ্ঞতা আনন্দের এবং গর্বের। এখানে আবার আসতে পেরে ভাল লাগছে। সাজঘরের অনার বোর্ডে নিজের নাম দেখে দারুণ লাগল। আশা করি লর্ডসের ২২ গজে আবার সে রকম পারফর্ম করতে পারব। লক্ষ্য থাকবে দলের জন্য যত বেশি সম্ভব রান করা। যাতে আমরা জেতার মতো জায়গায় থাকতে পারি।’’ উল্লেখ্য, ২০২১ সালের টেস্টের প্রথম ইনিংসে ওপেন করতে নেমে ১২৯ রান করেছিলেন রাহুল।

উচ্ছ্বাস লুকিয়ে রাখেননি পন্থও। তিনি বলেছেন, ‘‘সকলেই জানে এটা ঐতিহ্যশালী মাঠ। আগের বার দলগত প্রচেষ্টায় জয়টা দারুণ ছিল। ঈশ্বরের আশীর্বাদে আবার এই মাঠে খেলার সুযোগ পাচ্ছি। এ বারের দল আলাদা। পরিবেশ আলাদা। দলে আমার ভূমিকাও এ বার একটু আলাদা। আগের টেস্ট জিতে দল হিসাবে আমরা আত্মবিশ্বাসী। আশা করি, এখানে আমরা সিরিজ়ে ২-১ ব্যবধানে এগিয়ে যেতে পারব।’’ পন্থের লক্ষ্য লর্ডসের মাঠে মনে রাখার মতো পারফরম্যান্স উপহার দেওয়া।

কম উত্তেজিত নন সিরাজও। ভারতীয় দলের জোরে বোলার বলেছেন, ‘‘২০২১ সালে আমরা লর্ডসে জিতেছিলাম। সেই দলের এক জন হিসাবে আমি গর্বিত। যে কোনও ক্রিকেটারই চায় লর্ডসের অনার বোর্ডে নিজের নাম দেখতে। আমিও দলের জন্য ভাল পারফর্ম করতে চাই। দলের জয়ে অবদান রাখতে চাই।’’ গত বার দু’ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন সিরাজ। অনার বোর্ডে নাম তুলতে হলে তাঁকে ইনিংসে ৫ উইকেট নিতে হবে।

Advertisement
আরও পড়ুন