Delhi Capitals in The Hundred League

ইংল্যান্ডের লিগে এ বার দল কিনল দিল্লি ক্যাপিটালসও, ১০৬৫ কোটি টাকায় মালিকানা হস্তান্তর

ইংল্যান্ডের লিগে এ বার দল কিনল দিল্লি ক্যাপিটালস। ১০৬৫ কোটি টাকায় সাউদার্ন ব্রেভের মালিকানা নিল তারা। এর ফলে লন্ডনের লিগের মালিক হল আইপিএলের চারটি দল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৭
cricket

আইপিএলের নিলাম টেবিলে দিল্লি ক্যাপিটালস। —ফাইল চিত্র।

মুম্বই ইন্ডিয়ান্স, লখনউ সুপার জায়ান্টস, সানরাইজার্স হায়দরাবাদের পর এ বার দিল্লি ক্যাপিটালস। ইংল্যান্ডের লিগে দল কিনল দিল্লি ক্যাপিটালস। ১০৬৫ কোটি টাকায় সাউদার্ন ব্রেভের মালিকানা নিল তারা। এর ফলে ইংল্যান্ডের লিগের মালিক হল আইপিএলের চারটি দল।

Advertisement

আগামী মরসুমের আগে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল, দ্য হান্ড্রেড প্রতিযোগিতার দলগুলির মালিকানা হস্তান্তর করা হবে। সেই প্রক্রিয়া শেষ হল। শেষ দল হিসাবে মালিকানা হস্তান্তর হল সাউদার্ন ব্রেভের। বাকিদের পিছনে ফেলে দল কিনল দিল্লি ক্যাপিটালসের মালিক জিএমআর গোষ্ঠী। সাউদার্ন ব্রেভের মালিকানা ছিল হ্যাম্পশায়ার ও সাসেক্স কাউন্টির কাছে। গত বছরই হ্যাম্পশায়ার কাউন্টি কিনে নিয়েছে জিএমআর গোষ্ঠী। ফলে এই দল কিনতে কোনও সমস্যা হয়নি তাদের।

ইংল্যান্ডের লিগে যে চারটি দলের মালিকানা আইপিএলের দলগুলির হাতে গিয়েছে তার মধ্যে দু’টি দল ১০০ শতাংশ মালিকানা নিয়েছে। হায়দরাবাদ ও দিল্লি পুরো মালিকানা নিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স ৪৯ শতাংশ ও লখনউ সুপার জায়ান্টস ৭০ শতাংশ মালিকানা নিয়েছে।

দ্য হান্ড্রেড প্রতিযোগিতার প্রথম বছরে চ্যাম্পিয়ন হয়েছিল সাউদার্ন ব্রেভ। গত বছরও ফাইনালে উঠেছিল তারা। কিন্তু রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। ২০২৩ সালে চ্যাম্পিয়ন হয়েছে সাউদার্ন ব্রেভের মহিলাদের দল। আইপিএলে অবশ্য এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি দিল্লি ক্যাপিটালস। এ বার নতুন দল গড়েছে তারা। এখন দেখার এ বার কেমন খেলে দিল্লি।

Advertisement
আরও পড়ুন