Sunrisers Hyderabad

ইংল্যান্ডের ১০০ বলের প্রতিযোগিতায় দল কিনল সানরাইজার্স হায়দরাবাদ, ১১০০ কোটিতে মালিকানা

ইংল্যান্ডের লিগে দল কিনল সানরাইজার্স হায়দরাবাদ। ১১০০ কোটি টাকায় নর্দার্ন সুপারচার্জার্সের মালিকানা গেল সান গোষ্ঠীর হাতে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫১
cricket

সান গোষ্ঠীর অন্যতম ডিরেক্টর কাব্য মারান। —ফাইল চিত্র।

প্রথমে মুকেশ অম্বানীর মুম্বই ইন্ডিয়ান্স। তার পরে সঞ্জীব গোয়েন্‌কার লখনউ সুপার জায়ান্টস। এ বার কলানিথি মারানের সানরাইজার্স হায়দরাবাদ। লন্ডনের লিগে আরও একটি দল কিনল আইপিএলের ফ্র্যাঞ্চাইজ়ি। ১১০০ কোটি টাকায় নর্দার্ন সুপারচার্জার্সের মালিকানা গেল সান গোষ্ঠীর হাতে।

Advertisement

তবে বাকি দু’টি দলের থেকে সানরাইজার্সের দল কেনার ক্ষেত্রে একটি তফাত রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স লন্ডনের ‘দ্য হান্ড্রেড’ প্রতিযোগিতার দল ওভাল ইনভিন্সিবলসের ৪৯ শতাংশ মালিকানা কিনেছিল। ম্যাঞ্চেস্টার অরিজিনালসের ৭০ শতাংশ মালিকানা কিনেছিল লখনউ সুপার জায়ান্টস। কিন্তু সুপারচার্জার্সের ১০০ শতাংশ মালিকানা কিনেছে সানরাইজার্সের। এই প্রথম লন্ডনের কোনও দলের ১০০ শতাংশ মালিকানা বিক্রি হয়েছে।

সুপারচার্জার্সের মালিকানা ছিল ইয়র্কশায়ার কাউন্টির হাতে। তাদের চিফ এগজ়িকিউটিভ অফিসার সঞ্জয় পটেল একটি বিবৃতিতে বলেন, “সান গোষ্ঠীর সঙ্গে এই জুটি গড়তে পেরে আমরা খুশি। আশা করছি, আগামী দিনে আমরা এই দলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব।” কিন্তু যেখানে বাকি সব দল পুরো মালিকানা ছাড়ছে না, সেখানে কেন ইয়র্কশায়ার ১০০ শতাংশ মালিকানা ছাড়ল। জানা গিয়েছে, বাজারে ইয়র্কশায়ারের অনেক টাকার দেনা হয়ে গিয়েছে। এই টাকা পেলে সেই দেনা মেটানো যাবে। সেই কারণেই সানরাইজার্স পুরো ১০০ শতাংশ মালিকানা পেয়েছে।

এর আগে বিদেশের লিগে একটিই দল ছিল সানরাইজার্সের। দক্ষিণ আফ্রিকার লিগে সানরাইজার্স ইস্টার্ন কেপ। তারা দু’বারের চ্যাম্পিয়ন। আইপিএলেও এক বার চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স। এ বার সেই কাজটাই লন্ডনের লিগে করতে চান তাঁরা।

Advertisement
আরও পড়ুন