Operation Sindoor

‘অপারেশন সিঁদুর’-এর জেরে বন্ধ ধর্মশালা বিমানবন্দর! সরতে পারে ম্যাচ, আইপিএলের দুই দল বিপাকে

‘অপারেশন সিঁদুর’-এর পরেই বন্ধ করে দেওয়া হয়েছে দেশের একাধিক বিমানবন্দর। ধর্মশালা বিমানবন্দর আগামী ১০ মে ভোর ৫.৩০ পর্যন্ত বন্ধ। তার জেরে বিপাকে পড়েছে আইপিএলের দুই দল দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্স।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ১৫:২৫
cricket

ধর্মশালার মাঠ। ছবি: পিটিআই।

‘অপারেশন সিঁদুর’-এর পরেই বন্ধ করে দেওয়া হয়েছে দেশের একাধিক বিমানবন্দর। ধর্মশালা বিমানবন্দরও আগামী ১০ মে ভোর ৫.৩০ পর্যন্ত বন্ধ। তার জেরে বিপাকে পড়েছে আইপিএলের দুই দল দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্স। বোর্ডকর্তারাও সমস্যা সমাধানের উপায় খুঁজছেন। শোনা যাচ্ছে, ধর্মশালা থেকে মুম্বই ম্যাচও সরে যেতে পারে। সেই ম্যাচ হতে পারে ডিওয়াই পাটিল অথবা ব্রেবোর্ন স্টেডিয়ামে।

Advertisement

পঞ্জাব কিংস নিজেদের শেষ তিনটি হোম ম্যাচ খেলছে ধর্মশালায়। সেই মাঠে খেলতে গেলে সাধারণত ধর্মশালা বিমানবন্দরেই নামে দলগুলি। এই মুহূর্তে দিল্লি দল ধর্মশালায় রয়েছে। দু’দিন পরে মুম্বই ইন্ডিয়ান্সের পৌঁছোনোর কথা। তবে বিমানবন্দর বন্ধ করে দেওয়ায় বোর্ডের যাবতীয় পরিকল্পনা ঘেঁটে গিয়েছে।

বৃহস্পতিবার পঞ্জাবের বিরুদ্ধে খেলে দিল্লি নিজেদের শহরে ফিরবে। অন্য দিকে, মুম্বই নিজেদের শহর থেকে ধর্মশালায় আসবে। কী ভাবে এই দুই দল যাতায়াত করবে তা নিয়ে ভাবনাচিন্তা চলছে। কারণ, ধর্মশালা স্টেডিয়ামের কাছাকাছি আরও যে দুই বিমানবন্দর রয়েছে, সেই অমৃতসর এবং চণ্ডীগড়ও বন্ধ।

বোর্ডের এক কর্তা বলেছেন, “আপাতত আমরা অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি। চণ্ডীগড় বিমানবন্দরও বন্ধ থাকায় আমাদের হাতে আর বিকল্প নেই। দেখা যাক কী হয়। দুটো দল ইতিমধ্যেই ধর্মশালায় রয়েছে। পরের দিকে মুম্বইও আসবে। আপাতত দিল্লি বিমানবন্দর ছাড়া হাতে কোনও বিকল্প নেই। তবে সেখান থেকে সড়কপথে লম্বা যাত্রা করে ধর্মশালা পৌঁছোতে হবে। সরকার কী নির্দেশ দেয়, সবাই সে দিকেই তাকিয়ে।”

পঞ্জাব এবং দিল্লি এখনও কোনও নির্দেশ পায়নি। তবে মুম্বইয়ের পরিকল্পনা বদলাতে পারে। তারা নির্ধারিত বিমানের টিকিট বাতিল করে দিয়েছে কি না এখনও স্পষ্ট নয়। বিমানবন্দর বন্ধ থাকলে টিকিট বাতিল করা ছাড়া আর উপায়ও নেই।

Advertisement
আরও পড়ুন