India vs England

আশঙ্কা সত্যি হতে চলেছে! দ্বিতীয় টেস্টে বুমরাহকে বাদ দিয়েই নামার সম্ভাবনা ভারতের, আরও কঠিন হচ্ছে শুভমনদের লড়াই

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জসপ্রীত বুমরাহকে ছাড়াই সম্ভবত নামছে ভারতীয় দল। আগেই জানানো হয়েছিল, বুমরাহকে পাঁচ টেস্টের সিরিজ়ে তিনটি ম্যাচ খেলানো হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ১৮:৩৮
Jasprit Bumrah

জসপ্রীত বুমরাহ দ্বিতীয় টেস্টে অনিশ্চিত। —ফাইল চিত্র।

যা আশঙ্কা করা হয়েছিল, সেটাই হতে চলেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জসপ্রীত বুমরাহকে ছাড়াই সম্ভবত নামছে ভারতীয় দল। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ সংবাদপত্রের এক প্রতিবেদনে সেরকমই জানানো হয়েছে।

Advertisement

ভারতীয় দল আগেই জানিয়ে দিয়েছিল, বুমরাহকে পাঁচ টেস্টের সিরিজ়ে তিনটি ম্যাচ খেলানো হবে। কোন তিনটি টেস্ট তিনি খেলবেন, তা জানানো হয়নি। এখন জানা যাচ্ছে, বার্মিংহামে ২ জুলাই থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে ভারতের সেরা পেসার বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে।

দীর্ঘ সময় ধরে পিঠের চোট কাটিয়ে সম্প্রতি লাল বলের ক্রিকেটে ফিরেছেন বুমরাহ। লিডসে প্রথম ইনিংসে ২৪.৪ ওভার বল করেছিলেন এবং পাঁচ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে অবশ্য ১৯ ওভার বল করে কোনও উইকেট পাননি তিনি। ভারত পাঁচ উইকেটে ম্যাচ হেরে যায়।

হারের পরেও বুমরাহর ফিটনেস নিয়ে ভারতীয় দল অত্যন্ত সতর্ক। সেটাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দ্বিতীয় টেস্টের মাত্র চার দিন পর লর্ডসে তৃতীয় টেস্ট শুরু হবে। তাই টিম ম্যানেজমেন্ট সিরিজের দীর্ঘ সময় ধরে বুমরাহকে ধরে রাখার চেষ্টা করছে। তিনি না খেললে ভারতীয় বোলিং যে একেবারেই দুর্বল হয়ে যাবে, তাতে কোনও সন্দেহ নেই। বুমরাহ না খেললে অর্শদীপ সিংহের খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি।

Advertisement
আরও পড়ুন