IPL 2025

প্রথম ম্যাচে ৭৬ রান বিলোনো আর্চারই রাজস্থানের জয়ের নায়ক, জানালেন ফর্মে ফেরার রহস্য

শনিবার ধারাবাহিক ভাবে ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেশি গতিতে বল করেছেন জফ্রা আর্চার। একটি বলের গতি ছিল ১৫১ কিলোমিটার প্রতি ঘণ্টা। যা এ বারের আইপিএলে এখনও পর্যন্ত দ্রুততম।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ ১৪:৩২
Picture of IPL

সতীর্থদের সঙ্গে জফ্রা আর্চার। ছবি: বিসিসিআই।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৭৬ রান দিয়েও উইকেট পাননি জফ্রা আর্চার। তার পরের ম্যাচগুলিতে অবশ্য হতাশ করেননি রাজস্থান রয়্যালসের জোরে বোলার। শেষ দু’ম্যাচে তুলে নিয়েছেন ৪ উইকেট। আইপিএল যত এগোচ্ছে তত বিপজ্জনক দেখাচ্ছে ইংরেজ বোলারকে।

Advertisement

শনিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে আর্চার ৩ উইকেট নিয়েছেন ২৫ রান খরচ করে। চেনা ফর্মে দেখা গিয়েছে তাঁকে। শনিবার ধারাবাহিক ভাবে ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেশি গতিতে বল করেছেন। তাঁর একটি বলের গতি ছিল ১৫১ কিলোমিটার প্রতি ঘণ্টা। যা এ বারের আইপিএলে এখনও পর্যন্ত দ্রুততম বল। ম্যাচের সেরা ক্রিকেটারও হয়েছেন তিনি। স্বাভাবিক ভাবেই নিজের পারফরম্যান্সে খুশি আর্চার।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আইপিএলের শুরুটা ভাল না করেও কী ভাবে ফর্মে ফিরছেন ধীরে ধীরে? রাজস্থানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার পর নিজেই জানিয়েছেন আর্চার। তিনি বলেছেন, ‘‘প্রতিযোগিতার এখন শুরুর দিক। প্রথম ম্যাচের মতো পারফরম্যান্স হয়ে যেতেই পারে। তবে আমি খুশি। দলকে সাহায্য করতে পারছি। এমন দিনও আসে, যখন দলের জন্য অবদান রাখার সুযোগ থাকে। পরিস্থিতি সব সময় কাজে লাগানো উচিত। এই পারফরম্যান্সটা উপভোগ করছি। কারণ খারাপগুলো থেকে শিক্ষা নিই।’’ আর্চার আরও বলেছেন, ‘‘একটা বিষয় বোঝা খুব গুরুত্বপূর্ণ। কোনও ক্ষেত্রে ভাগ্য আমার সঙ্গে থাকবে। আবার কোনও সময় ব্যাটারেরা আমার বলে প্রচুর রান তুলবে। কারণ সকলেই কঠোর পরিশ্রম করে। ভাল কিছু করার চেষ্টা করে। প্রতি দিন ভাল পারফরম্যান্স হয় না। যে দিন হবে, সে দিন উপভোগ করা উচিত। হয়তো খারাপ দিনটা তার পরেই আসবে।’’

আগামী ম্যাচগুলিতেও রাজস্থানকে সাহায্য করার ব্যাপারে আত্মবিশ্বাসী আর্চার। কোনও দিন পারফরম্যান্স খারাপ হলেও হতাশ হতে চান না। বরং নতুন উদ্যমে সাফল্যের জন্য চেষ্টা করতে চান।

Advertisement
আরও পড়ুন