Kagiso Rabada

ড্রাগ নিয়ে নির্বাসিত, অনুতপ্ত হলেও বার বার ক্ষমা চাইবেন না, স্পষ্ট জানিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার রাবাডা

আইপিএলের মাঝপথে আচমকা দেশে ফিরে গিয়েছিলেন। পরে জানা গিয়েছিল, তিনি ড্রাগ নিয়ে এক মাস নির্বাসিত হয়েছেন। সেই ঘটনার জন্য অনুতপ্ত হলেও বার বার ক্ষমা চাইতে রাজি নন কাগিসো রাবাডা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ২২:৫৭
cricket

কাগিসো রাবাডা। ছবি: সমাজমাধ্যম।

আইপিএলের মাঝপথে আচমকা দেশে ফিরে গিয়েছিলেন। পরে জানা গিয়েছিল, তিনি ড্রাগ নিয়ে এক মাস নির্বাসিত হয়েছেন। সেই ঘটনার জন্য অনুতপ্ত হলেও বার বার ক্ষমা চাইতে রাজি নন কাগিসো রাবাডা। দক্ষিণ আফ্রিকার জোরে বোলার স্পষ্ট সে কথা জানিয়ে দিয়েছেন।

Advertisement

এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার প্রস্তুতি শিবিরে রয়েছেন রাবাডা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে তাঁর দেশ। তার আগে রাবাডা বলেছেন, “খেলায় ফিরতে পেরেছি এটাই আমার কাছে বড় ব্যাপার। সব কিছু ঠিকঠাক ভাবে সামলানো গিয়েছে। বিভিন্ন লোকের বিভিন্ন মতামত থাকবেই। সেটা মানিয়ে নিয়ে চলতে জানি। আমার কাজে অনেকে হতাশ হয়েছেন। তাঁদের জন্য আমি দুঃখিত। যাঁরা আমার খুব কাছের তাঁদের মাথা নত করে দিয়েছি।”

রাবাডার সংযোজন, “জীবন একটা সময় ঠিকই এগিয়ে যায়। সব সময় ক্ষমা চাইতেই থাকব এমন মানুষ আমি নই। তবে যে কাজ করেছি তার জন্য আমি অনুতপ্ত।”

ওই ঘটনার পর থেকেই সতীর্থদের সঙ্গে নিয়মিত কথা বলছেন রাবাডা। জানিয়েছেন, কারও সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে থাকলে সেটা মিটিয়ে নেবেন। রাবাডার কথায়, “যা হয়েছে সেটা কখনওই লুকিয়ে রাখতে চাই না। ওরা আমার সতীর্থ। ওদের সঙ্গে খেলেই এত দূর এসেছি। অনেকের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে। আশা করি আরও বেশি সময় পেলে আরও ভাল ভাবে ওদের সবটা বুঝিয়ে বলতে পারব।”

Advertisement
আরও পড়ুন