IPL 2026 Auction

কলকাতার কাছে হার সৌরভ-গোয়েন্‌কার! কী ভাবে ১৮ কোটি টাকায় শ্রীলঙ্কার জোরে বোলারকে ছিনিয়ে নিলেন শাহরুখেরা

অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিনের পর শ্রীলঙ্কার এক জোরে বোলারকে পাওয়ায় কলকাতার জোরে বোলিং আক্রমণ যথেষ্ট শক্তিশালী হল। মহেন্দ্র সিংহ ধোনির অন্যতম পছন্দের ক্রিকেটার হিসাবে পরিচিত কেকেআরের কেনা বোলার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১৬:১৫
picture of cricket

মাথিশা পাতিরানা। —ফাইল চিত্র।

ক্যামেরুন গ্রিনের পর আরও এক বিদেশি ক্রিকেটারকে চড়া দামে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স। শ্রীলঙ্কার জোরে বোলার মাথিশা পাতিরানাকে ১৮ কোটি টাকা দিয়ে ছিনিয়ে নিলেন বেঙ্কি মাইসোর, অভিষেক নায়ারেরা।

Advertisement

পাতিরানাকে নিয়ে লড়াই শুরু হয়েছিল লখনউ সুপার জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে। দু’পক্ষই শ্রীলঙ্কার ক্রিকেটারকে পেতে মরিয়া ছিলেন। পাতিরানার দাম ১৬ কোটি টাকা ওঠার পর রণে ভঙ্গ দেন সৌরভ গঙ্গোপাধ্যায়েরা। তার পর কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েন‌্‌কাকে চ্যালেঞ্জ জানিয়ে বসে শাহরুখ খানের কেকেআর। শেষ পর্যন্ত কলকাতার ১৮ কোটি টাকা দামের সামনে হাল ছাড়তে বাধ্য হন লখনউ কর্ণধার। কলকাতার দুই খ্যাতনামী বাসিন্দা সৌরভ-গোয়েন্‌কাকে হারিয়ে পাতিরানাকে ছিনিয়ে নেন কেকেআর কর্তৃপক্ষ। গ্রিনের পর পাতিরানাকে পাওয়ায় কলকাতার জোরে বোলিং আক্রমণ যথেষ্ট শক্তিশালী হল বলেই মনে করা হচ্ছে। কয়েক বছর চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলেছেন পাতিরানা। মহেন্দ্র সিংহ ধোনির অন্যতম পছন্দের ক্রিকেটার হিসাবে পরিচিত তিনি।

আইপিএলের ছোট নিলামের জন্য বিশেষ একটি নিয়ম চালু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কোনও বিদেশির দর যতই উঠুক না কেন, তিনি ১৮ কোটি টাকার বেশি হাতে পাবেন না। কারণ, ছোট নিলামে বিদেশি ক্রিকেটারদের সর্বাধিক দাম ১৮ কোটি টাকা রাখা হয়েছে। তবে সব দলের ক্ষেত্রে ১৮ কোটি টাকার অঙ্ক খাটবে না। কারণ, আরও একটি নিয়ম আছে। প্রত্যেক দল যে টাকায় তাদের সবচেয়ে দামি ভারতীয় ক্রিকেটারকে রেখেছে, তার বেশি দাম সেই দলের কোনও বিদেশি ক্রিকেটার পাবেন না। কেকেআরের সবচেয়ে দামি ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিংহ। তাঁর দাম ১৩ কোটি টাকা। তাই এ ক্ষেত্রে ১৮ কোটির নিয়ম খাটবে না। তাই গ্রিনের মতো পাতিরানাও ১৩ কোটি টাকা পাবেন।

Advertisement
আরও পড়ুন