KKR CEO writes to BCCI

আইপিএলের নতুন নিয়ম চালু হতেই ক্ষিপ্ত কেকেআর, বোর্ডকে চিঠি শাহরুখের দলের কর্তার

বৃষ্টির প্রকোপ এড়িয়েও যাতে সম্পূর্ণ ম্যাচ আয়োজন করা যায়, তার জন্য মঙ্গলবার নতুন নিয়ম চালু করেছে বিসিসিআই। সেই নিয়ম নিয়ে প্রশ্ন তুলে দিল কলকাতা নাইট রাইডার্স।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ মে ২০২৫ ১১:৫৪
cricket

কেকেআর দল। — ফাইল চিত্র।

বৃষ্টির প্রকোপ এড়িয়েও যাতে সম্পূর্ণ ম্যাচ আয়োজন করা যায় তার জন্য মঙ্গলবার নতুন নিয়ম চালু করেছে বিসিসিআই। সেই নিয়ম নিয়ে প্রশ্ন তুলে দিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। তাদের দাবি, সঠিক সময়ে এই নিয়ম চালু করা হলে এখনও তারা প্লে-অফের দৌড়ে থাকতে পারত।

Advertisement

মঙ্গলবার বোর্ড জানিয়েছে, ২০ ওভারের ম্যাচ শেষ করার জন্য ৬০ মিনিটের বদলে ১২০ মিনিট অপেক্ষা করা হবে। ন্যূনতম পাঁচ ওভারের ম্যাচ শুরু করার সর্বশেষ সময় (রাত ১০.৫৬) যেটা ছিল সেটাও এক ঘণ্টা বাড়ানো হয়েছে। আইপিএলের মুখ্য কর্তা হেমঙ্গ আমিন ইমেল করে সব দলকে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। তাঁর যুক্তি, বৃষ্টির মরসুম শুরু হতে চলায় একাধিক ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই এই সিদ্ধান্ত।

আইপিএলের দৌড় থেকে ছিটকে যাওয়া কেকেআর এই যুক্তি মানতে পারছে না। বৃষ্টিতে এ বার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই। পঞ্জাব এবং বেঙ্গালুরু ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। দু’টি ম্যাচ জিতলে তারা নিশ্চিত ভাবেই প্লে-অফের দৌড়ে থাকত।

সিদ্ধান্ত নেওয়ার সময় নিয়ে প্রশ্ন তুলেছেন কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর। কলকাতা-বেঙ্গালুরু ম্যাচ ভেস্তে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হল কি না, তা জানতে চেয়েছেন তিনি। মাইসোর লিখেছেন, “মরসুমের মাঝপথে নিয়ম বদল যে কোনও কোনও ক্ষেত্রে দরকারি সেটা আমরা জানি। তবে নিয়ম চালু করার ক্ষেত্রে একটা ধারাবাহিকতা থাকা উচিত বলে আমরা মনে করি।”

তিনি আরও লিখেছেন, “আইপিএল আবার শুরু হওয়ার সময়ে বোঝাই গিয়েছিল ১৭ মে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাবে। সবাই পূর্বাভাস জানত। ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে গেলেও ১২০ মিনিট বাড়তি দেওয়ার নিয়ম তখন থাকলে অন্তত পাঁচ ওভারের ম্যাচ করাই যেত।”

সবশেষে তিনি লিখেছেন, “ওই ম্যাচের পরেই কেকেআরের প্লে-অফের আশা শেষ হয়ে যায়। তাই তড়িঘড়ি নেওয়া সিদ্ধান্ত এবং ধারাবাহিকতার অভাব থাকা এ ধরনের প্রতিযোগিতার ক্ষেত্রে কাম্য নয়। কেন আমরা এতটা ক্ষুব্ধ, সেটা আশা করি বুঝতে পারছেন।”

Advertisement
আরও পড়ুন