Varun Chakravarthy

আইপিএলের আগে বড় দায়িত্ব পেলেন বরুণ, অধিনায়কত্ব সামলাতে হবে কেকেআরের স্পিনারকে

ঘরোয়া ক্রিকেটে বড় দায়িত্ব পেলেন বরুণ চক্রবর্তী। অধিনায়কের দায়িত্ব সামলাতে হবে তাঁকে। এই প্রথম বার নেতৃত্ব দেবেন বরুণ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ১০:৫৭
cricket

বরুণ চক্রবর্তী। —ফাইল চিত্র।

আগামী মাসে আইপিএলের ছোট নিলাম। তার আগে ঘরোয়া ক্রিকেটে বড় দায়িত্ব পেলেন বরুণ চক্রবর্তী। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে তামিলনাড়ুর অধিনায়ক করা হয়েছে তাঁকে। এই প্রথম অধিনায়কত্ব সামলাবেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার। বরুণের ডেপুটি করা হয়েছে নারায়ণ জগদীশনকে।

Advertisement

গত বার মুস্তাক আলিতে অধিনায়ক ছিলেন শাহরুখ খান। এ বার সেই দায়িত্ব পেয়েছেন বরুণ। তামিলনাড়ু দলে সাই কিশোর, জগদীশনের মতো প্রাক্তন অধিনায়ক থাকার পরেও নির্বাচকেরা ভরসা রেখেছেন বরুণের উপর।

মুস্তাক আলিতে এলিট গ্রুপ ডি-তে রয়েছে তামিলনাড়ু। একই গ্রুপে রয়েছে রাজস্থান, দিল্লি, উত্তরাখণ্ড, কর্নাটক, ত্রিপুরা, ঝাড়খণ্ড ও সৌরাষ্ট্র। তামিলনাড়ুর প্রথম ম্যাচ রাজস্থানের বিরুদ্ধে।

গত কয়েক বছরে ভারতীয় ক্রিকেটে ঝড়ের গতিতে উত্থান হয়েছে বরুণের। কেকেআরের হয়ে আইপিএলে ধারাবাহিক ভাবে কয়েকটি মরসুমে ভাল খেলেছেন তিনি। তার ফলেই ভারতের টি-টোয়েন্টি ও এক দিনের দলে অভিষেক হয়েছে তাঁর। দুই ফরম্যাটেই ভাল খেলেছেন তিনি। বিশেষ করে টি-টোয়েন্টিতে এখনও তাঁর রহস্য উদ্‌ঘাটন হয়নি।

শনিবারের মধ্যে আইপিএলের প্রতিটি দলকে জানিয়ে দিতে হবে, কাদের ধরে রেখেছে তারা। যা পরিস্থিতি, তাতে বরুণকে কোনও ভাবেই ছাড়বে না কেকেআর। ফলে আগামী মরসুমেও কলকাতার দলেই খেলবেন তিনি। নিলামের আগে তামিলনাড়ুর হয়ে অধিনায়কত্ব তাঁর অভিজ্ঞতা আরও বাড়াবে। তাতে সুবিধা হবে কেকেআরেরই।

Advertisement
আরও পড়ুন