KKR Pacer Harshit Rana in Controversy

হারের ধাক্কার পর কেকেআর পেসারকে নিয়ে বিতর্ক! আবার কি শাস্তি পেতে হবে হর্ষিতকে

ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের কাছে ৪ রানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। সেই ধাক্কার পাশাপাশি অন্য সমস্যায় পড়তে পারে দল। শাস্তি পেতে পারেন দলের পেসার হর্ষিত রানা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ০৯:৪৩
cricket

এডেন মার্করামকে আউট করে এ ভাবেই উল্লাস করেন হর্ষিত রানা। ছবি: রয়টার্স।

গত বার উল্লাসের ধরনের জন্য শাস্তি পেয়েছিলেন হর্ষিত রানা। এক ম্যাচ নির্বাসিত করা হয়েছিল তাঁকে। এ বারও কি শাস্তি পাবেন তিনি? মঙ্গলবার ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের কাছে ৪ রানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। সেই ধাক্কার পাশাপাশি অন্য সমস্যায় পড়তে পারে দল।

Advertisement

ইডেনে প্রথমে ব্যাট করতে নেমে ভাল খেলছিলেন লখনউয়ের দুই ওপেনার এডেন মার্করাম ও মিচেল মার্শ। কোনও বোলার তাঁদের আউট করতে পারছিলেন না। দুই ব্যাটারই অর্ধশতরানের দিকে এগোচ্ছিলেন। শতরানের জুটি গড়ার ঠিক আগেই মার্করামকে আউট করেন হর্ষিত। তাঁর বলের গতি বুঝতে না পেরে বোল্ড হন দক্ষিণ আফ্রিকার ব্যাটার।

উইকেট নিয়ে উল্লাস করতে শুরু করেন হর্ষিত। দু’হাত ছড়িয়ে কিছুটা দৌড়ে যাওয়ার পরেই ডান হাতের আঙুলের ইশারায় মার্করামকে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন হর্ষিত। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল। এখন ক্রিকেটে নিয়ম বেশ কড়া। প্রতিপক্ষ ক্রিকেটারকে কোনও রকম অসম্মান করলে শাস্তি পেতে হয়। অশালীন বা অসম্মানজনক কোনও ইঙ্গিত করা যায় না। চলতি আইপিএলে ব্যাটারকে আউট করে খাতায় কিছু লেখার কায়দায় উল্লাস করতে গিয়ে দু’বার জরিমানা হয়েছে লখনউয়ের স্পিনার দিগ্বেশ রাঠীর। তবে কি এ বার হর্ষিতের পালা?

গত বার সানরাইজার্স হায়দরাবাদের মায়াঙ্ক আগরওয়ালকে আউট করার পরে তাঁর দিকে ‘ফ্লায়িং কিস’ বা উড়ন্ত চুমু ছুড়েছিলেন হর্ষিত। দিল্লি ক্যাপিটালসের অভিষেক পোড়েলকে আউট করেও একই কাজ করেছিলেন তিনি। সেই কারণে তাঁকে এক ম্যাচ নির্বাসিত করা হয়েছিল। যদিও গত বার চ্যাম্পিয়ন হওয়ার পর কেকেআরের মালিক শাহরুখ খান মাঠে হর্ষিতের সঙ্গে ওই কায়দাতেই উল্লাস করেছিলেন। এখন দেখার এ বার হর্ষিতের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় কি না।

cricket

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

চলতি মরসুমে পাঁচটি ম্যাচের মধ্যে তিনটি হেরেছে কেকেআর। মঙ্গলবার প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৮ রান করে লখনউ। মার্শ ৪৮ বলে ৮১ ও নিকোলাস পুরান ৩৬ বলে ৮৭ রান করেন। জবাবে একটা সময় মনে হচ্ছিল, কেকেআর জিতে যাবে। কিন্তু অধিনায়ক অজিঙ্ক রাহানে ৩৫ বলে ৬১ রান করে আউট হওয়ার পরেই খেই হারায় কলকাতা। রিঙ্কু সিংহ শেষ দিকে ১৫ বলে ৩৮ রান করেও দলকে জেতাতে পারেননি। ৪ রানে হারতে হয় কলকাতাকে। এই হারের পর পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকায় ছয় নম্বরে রয়েছে কেকেআর।

Advertisement
আরও পড়ুন