লোকেশ রাহুল। —ফাইল চিত্র।
২০২১র পর আবার ২০২৫। লর্ডসের ‘অনার্স বোর্ড’এ আরও এক বার নাম তুলে ফেললেন লোকেশ রাহুল। তবে তিনি উচ্ছ্বসিত অন্য কারণে। লর্ডসের ক্রিকেট জাদুঘরে জায়গা পেতে চলেছে তাঁর সই করা একটি জার্সি।
লর্ডসের অনার্স বোর্ডে একাধিক বার নাম উঠেছে, এমন ক্রিকেটারের সংখ্যা খুব বেশি নয়। লর্ডসের ২২ গজে দ্বিতীয় শতরান করায় তাঁর সই করা একটি জার্সি রাখা হবে ক্রিকেট জাদুঘরে। শনিবারই নিজের একটি জার্সিতে সই করে দিয়ে দিয়েছেন রাহুল। লর্ডসের ক্রিকেট জাদুঘরে জায়গা পেয়ে খুশি উইকেটরক্ষক-ব্যাটার।
ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) দেওয়া সাক্ষাৎকারে রাহুল বলেছেন, ‘‘রেকর্ডের কথা ভেবে বেশি চাপ নেওয়ার পক্ষে নই আমি। ঠিক ভাবে দায়িত্ব পালনই লক্ষ্য থাকে। দলকে একটা ভাল শুরু দেওয়া এবং কিছু রান করার কথাই থাকে আমার ভাবনায়।’’ শনিবারের শতরানে খুশি রাহুল। তিনি বলেছেন, ‘‘পরিস্থিতির নিরিখে বলতে পারি, শতরান করে খুব ভাল লাগছে। গুরুত্বপূর্ণ শতরান। নিজের পারফরম্যান্সে খুশিই হয়েছি। সেটা লর্ডসে হওয়ায় আরও বেশি ভাল লাগছে। যত বার এখানে আসব, তত বারই এই শতরানের কথা মনে পড়বে।’’
ইংল্যান্ড সফরে ভাল ফর্মে রয়েছেন রাহুল। ধারাবাহিক ভাবে প্রতি ম্যাচেই রান করছেন। হেডিংলেতে প্রথম টেস্টেও শতরান করেছিলেন। পাঁচটি ইনিংসে দু’টি শতরান হয়ে গেল তাঁর।