২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথ ভাবে টি২০ বিশ্বকাপ আয়োজন করবে আমেরিকা। এ ছাড়া ২০২৮ সালে সে দেশে অলিম্পিক্স রয়েছে। সেখানে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালাচ্ছে আইসিসি। যদি ক্রিকেট অলিম্পিক্সের ছাড়পত্র পায় তবে এই স্টেডিয়ামই তার কেন্দ্রবিন্দু হবে বলে জানিয়েছে নাইট রাইডার্স।
এ বার আমেরিকাতেও পা দিল শাহরুখ খানের নাইট রাইডার্স গোষ্ঠী। ফাইল চিত্র
ভারত, ওয়েস্ট ইন্ডিজ, সংযুক্ত আরব আমিরশাহির পরে এ বার আমেরিকাতেও পা দিল শাহরুখ খানের নাইট রাইডার্স গোষ্ঠী। আমেরিকার লস অ্যাঞ্জেলসে উন্নত মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরি করতে চলেছে তারা। এই কথা ঘোষণা করেছেন শাহরুখ নিজে। তিনি জানিয়েছেন, আমেরিকায় ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে মেজর লিগে বিনিয়োগ করতে চলেছে তাঁর সংস্থা। আগামী কয়েক বছরের মধ্যে সে দেশে টি২০ বিশ্বকাপ ও অলিম্পিক্স আয়োজিত হবে। সে কথাও মাথায় রাখা হয়েছে বলে জানানো হয়েছে নাইট রাইডার্সের তরফে।
🚨
— KolkataKnightRiders (@KKRiders) April 29, 2022UPDATE: @MLCricket and the Knight Riders Group are joining hands to build a world class cricket venue in the Greater Los Angeles metropolitan area in #USA. More details inside: https://t.co/PenIvm1Udl#BuildAmericanCricket #MLC #Cricket pic.twitter.com/oHAFP0GJ73
গ্রেটার লস অ্যাঞ্জেলস মেট্রোপলিটন এলাকার গ্রেট পার্কে ১৫ একর জমির উপর তৈরি হতে চলেছে এই ক্রিকেট স্টেডিয়াম। নাইট রাইডার্সের তরফে জানানো হয়েছে, স্টেডিয়ামে থাকবে অত্যাধুনিক মানের অনুশীলনের পরিকাঠামো, উন্নত মানের পিচ, ফ্লাডলাইট, লকার রুম-সহ অভিজাত সব ব্যবস্থা। যাতে দর্শকরা আরাম করে খেলা দেখতে পারেন তার জন্য দর্শকাসনের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে।
২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথ ভাবে টি২০ বিশ্বকাপ আয়োজন করবে আমেরিকা। এ ছাড়া ২০২৮ সালে সে দেশে অলিম্পিক্স রয়েছে। সেখানে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালাচ্ছে আইসিসি। যদি ক্রিকেট অলিম্পিক্সের ছাড়পত্র পায় তবে এই স্টেডিয়ামই তার কেন্দ্রবিন্দু হবে বলে জানিয়েছে নাইট রাইডার্স।