শুভমন গিল। ছবি: পিটিআই।
৪ উইকেটে ম্যাচ জিতল ভারত। সিরিজ়ে ১-০ এগোলেন রোহিত শর্মারা।
৮৭ রান করে তাড়াহুড়ো করতে গিয়ে উইকেট দিয়ে ফিরলেন শুভমন গিল। ২৩৫ রানে ষষ্ঠ উইকেট হারাল ভারত।
মাত্র ২ রান করে আউট হয়ে গেলেন রাহুল। ২২৫ রানে ৫ উইকেট হারাল ভারত।
৫২ রান করে আদিল রশিদের বলে আউট অক্ষর। ২২১ রানে চতুর্থ উইকেট হারাল ভারত।
৪৬ বলে অর্ধশতরান করেছেন অক্ষর।
২৯ ওভারে ২০০ রান পার করল ভারত। শুভমন গিল ৭০ ও অক্ষর পটেল ৪৫ রান করে ক্রিজ়ে রয়েছেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরান করলেন শুভমন। বিরাট কোহলি না থাকায় তিন নম্বরে ব্যাট করতে নামেন তিনি। অর্ধশতরান করে বুঝিয়ে দিলেন সাদা বলের ক্রিকেটে ফর্মে রয়েছেন। কোহলি ফিরলে যদিও আবার ওপেনিংয়ে ফিরতে হবে শুভমনকে।
ভাল খেলছিলেন শ্রেয়স। কিন্তু জেতব বেথেলের বলে সুইপ খেলতে গিয়ে ব্যাটে-বলে লাগাতে পারেননি। ৩৬ বলে ৫৯ রান করে আউট হলেন তিনি। ১১৩ রানের মাথায় তৃতীয় উইকেট হারাল ভারত।
নাগপুরে মারমুটে ব্যাটিং শ্রেয়স আয়ারের। মাত্র ৩০ বলে অর্ধশতরান করেছেন তিনি। মেরেছেন আটটি চার ও দু’টি ছক্কা। তাঁর দাপটে ১৪ ওভারের মধ্যে ১০০ পার হয়েছে ভারতের।
পেসারদের বিরুদ্ধে শুরু থেকেই হাত খুলে খেলছেন শ্রেয়স। ব্রাইডন কার্সের এক ওভারে তিনটি চার মেরেছেন তিনি। ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৭১ রান করেছে ভারত। তার মধ্যে ৩৫ রানই শ্রেয়সের। মাত্র ১৬ বল নিয়েছেন তিনি।
আট ওভারে ৫০ রান পার হয়েছে ভারতের। দুই ওপেনার রান না পেলেও ভাল খেলছেন শ্রেয়স আয়ার। মারকুটে ব্যাটিং করছেন তিনি।
এক দিনের ক্রিকেটেও রান পেলেন না রোহিত। সাকিব মাহমুদের বলে আউট হলেন তিনি। সাত বলে ২ রান করেছেন ভারত অধিনায়ক। ১৯ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত।
অভিষেকে রান পেলেন না যশস্বী জয়সওয়াল। ১৫ রান করে জোফ্রা আর্চারের বলে আউট হলেন তিনি। ১৯ রানে প্রথম উইকেট হারাল ভারত।
ইংল্যান্ডের মতো শুরু থেকে হাত খুলে খেলতে পারছেন না রোহিত ও যশস্বী। বেশ কয়েকটি বল তাঁদের ব্যাটের পাশ দিয়ে বেরিয়েছে। কয়েকটি বল মারার চেষ্টা করলেও ঠিক ব্যাটে-বলে হয়নি।
এক দিনের ক্রিকেটে নতুন জুটি ভারতের। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ব্যাট করতে নামলেন ওপেনার যশস্বী জয়সওয়াল। এটাই এক দিনের ক্রিকেটে তাঁর প্রথম ম্যাচ। টেস্টের মতো এক দিনের ক্রিকেটেও রোহিত-যশস্বী জুটি পেল ভারত।
ইংল্যান্ডের শেষ উইকেট নিলেন কুলদীপ। ৪৭.৪ ওভারে ২৪৮ রানে অলআউট হয়ে গেল ইংল্যান্ড। ম্যাচ জিততে ২৪৯ রান করতে হবে ভারতকে।
আদিল রশিদকে আউট করলেন জাডেজা।
ইংল্যান্ডের আরও এক ক্রিকেটার অর্ধশতরান করেই আউট হলেন। ৫১ রান করে জাডেজার বলে আউট হলেন তিনি। ২২০ রানে ৮ উইকেট হারাল ইংল্যান্ড।
৬২ বলে ৫০ রান করলেন তরুণ ব্যাটার।
প্রথম স্পেলে ভাল বল করেও উইকেট পাননি শামি। তৃতীয় স্পেলে ফিরে উইকেট নিলেন। ১০ রানের মাথায় ব্রাইডন কার্সকে আউট করলেন তিনি। চোটের পরে এক দিনের ক্রিকেটে ফিরে প্রথম উইকেট নিলেন শামি।