ব্যাটের পর বল হাতেও চেনা ফর্মে হার্দিক পাণ্ড্য। ছবি: পিটিআই।
পর পর উইকেট হারাচ্ছে দক্ষিণ আফ্রিকা। ৫৫ বলে ১০৬ রান দরকার মার্করামদের। হাতে ২ উইকেট।
বরুণের বলে আউট জানসেন (১২)। দক্ষিণ আফ্রিকা ৯.৪ ওভারে ৬৮/৬।
বরুণের বলে আউট ফেরেইরা (৫)। ক্যাচ দিলেন জিতেশের হাতে। দক্ষিণ আফ্রিকা ৫০/৫।
হার্দিকের প্রথম বলে জিতেশের হাতে ক্যাচ দিয়ে আউট মিলার (১)। দক্ষিণ আফ্রিকা ৪৫/৪।
ব্যাট করছেন ব্রেভিস (১৬) এবং মিলার (১)।
অক্ষরের বলে বোল্ড মার্করাম (১৪)। দক্ষিণ আফ্রিকা ৪০/৩।
অর্শদীপের বলে জিতেশের হাতে ক্যাচ দিয়ে আউট স্টাবস (১৪)। দক্ষিণ আফ্রিকা ১৬/২।
ইনিংসের দ্বিতীয় বলেই আউট ডি কক (০)। দক্ষিণ আফ্রিকা ০/১।
ওপেন করছেন মার্করাম এবং ডি কক।
১৭৫ রানে শেষ হল ভারতের ইনিংস। হার্দিক ২৮ বলে ৫৯ রান করে জিতেশ ৫ বলে ১০ রান করে অপরাজিত থাকলেন।
প্রত্যাবর্তনেই ঝড় হার্দিকের, ২৫ বলে অর্ধশতরান পূর্ণ করলেন। ভারত ১৬৯/৬।
ফেরেইরার বলে বোল্ড শিবম (১১)। ভারত ১৩৭/৬।
ব্যাট করছেন হার্দিক (২৬) এবং শিবম (১)।
সিমপালার বলে মারতে গিয়ে আউট অক্ষরও (২৩)। ক্যাচ দিলেন ফেরেইরার হাতে। ভারত ১০৪/৫।
ব্যাট করছেন তিলক (২৩) এবং অক্ষর (১০)।
সিপামলার বলে মারতে গিয়ে উইকেট ছুড়ে দিলেন অভিষেক (১৭)। ক্যাচ নিলেন জানসেন। ভারত ৪৮/৩।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন তিলক।
ব্যাট করছেন অভিষেক (৯) এবং তিলক (৩)।
এনগিডির দ্বিতীয় ওভারে আউট সূর্যকুমার (১২)। ছয়, চার মারার পর মার্করামের হাতে ক্যাচ দিয়ে আউট ভারত অধিনায়ক। ভারত ১৭/২।
প্রথম ওভারেই উইকেট হারাল ভারত। প্রথম বলে চার মারার পর দ্বিতীয় বলেই আউট শুভমন। এনগিডির বলে জানসেনের হাতে ক্যাচ দিলেন শুভমন (৪)। ভারত ৫/১।