India Vs West Indies

১৪৬ রানে শেষ ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বিতীয় ইনিংস, ইনিংস ও ১৪০ রানে জয় ভারতের

প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষেই কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ়। বলের বল ব্যাট হাতেও দাপট দেখিয়েছেন ভারতীয়েরা। শুভমন গিলদের কোনও চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেননি সফরকারী দলের বোলারেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১৩:৪৬
মহম্মদ সিরাজ।

মহম্মদ সিরাজ। —ফাইল চিত্র।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১৩:৪৬ key status

অল আউট ওয়েস্ট ইন্ডিজ়

সিলসকে (২২) নিজের বলেই ক্যাচ নিয়ে আউট করলেন কুলদীপ। ইনিংস এবং ১৪০ রানে জয় ভারতের।

timer শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১৩:৩১ key status

আউট লেইন

জাডেজার বলে সিরাজের হাতে ক্যাচ দিয়ে আউট লেইন (১৪)। ওয়েস্ট ইন্ডিজ় ১২২/৯। ভারত এগিয়ে ১৬৪ রানে।

Advertisement
timer শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১৩:০৫ key status

আউট ওয়ারিকান

সিরাজের বলে আউট ওয়ারিকান (শূন্য)। ওয়েস্ট ইন্ডিজ় ৯৮/৮।

timer শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১৩:০৩ key status

আউট গ্রেভস

সিরাজের বলে এলবিডব্লিউ গ্রেভস (২৫)। ওয়েস্ট ইন্ডিজ় ৯৮/৭।

Advertisement
timer শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১২:৫৪ key status

আউট অ্যাথানাজ়

ওয়াশিংটনের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে আউট অ্যাথানাজ় (৩৮)। ওয়েস্ট ইন্ডিজ় ৯২/৬। ভারত এগিয়ে ১৯৪ রানে।

timer শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১২:১৫ key status

মধ্যাহ্নভোজের পর শুরু খেলা

প্রথম টেস্টে জয়ের অপেক্ষায় ভারতীয় দল। ইনিংসে হার বাঁচাতে ওয়েস্ট ইন্ডিজ়ের দরকার আরও ২২১ রান। হাতে রয়েছে ৫ উইকেট।

Advertisement
timer শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১১:৩৫ key status

মধ্যাহ্নভোজের বিরতি

দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ় ৬৬/৫। ব্যাট করছেন অ্যাথানাজ় (২৭) এবং গ্রেভেস (১০)। ২২০ রানে এগিয়ে রয়েছেন শুভমনেরা।

timer শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১১:০৯ key status

আউট হোপ

জাডেজার বলে স্লিপে যশস্বীর হাতে ক্যাচ দিয়ে আউট হোপ (১)। ওয়েস্ট ইন্ডিজ় ৪৬/৫। ভারত এগিয়ে ২৪০ রানে।

timer শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১০:৫৪ key status

আউট চেজ

কুলদীপের বলে আউট চেজ (১)। ওয়েস্ট ইন্ডিজ় ৩৫/৪। ভারত এগিয়ে ২৫১ রানে।

timer শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১০:৫০ key status

আউট কিং

জাডেজার বলে স্লিপে রাহুলের হাতে ক্যাচ দিয়ে আউট কিং (৫)। ওয়েস্ট ইন্ডিজ় ৩৪/৩। ভারত এগিয়ে ২৫২ রানে।

timer শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১০:২০ key status

আউট ক্যাম্পবেল

জাডেজার বলে সুদর্শনের হাতে ক্যাচ দিয়ে আউট ক্যাম্পবেল (১৪)। ওয়েস্ট ইন্ডিজ় ২৪/২।

timer শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১০:০৬ key status

আউট তেজনারাইন

দ্বিতীয় ইনিংসে প্রথম উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ়। সিরাজের বলে নীতীশের হাতে ক্যাচ দিয়ে আউট তেজনারাইন (৮)। স্কোয়ার লেগে দুরন্ত ক্যাচ ধরলেন নীতীশ। ওয়েস্ট ইন্ডিজ় ১২/১।

timer শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ০৯:৩৬ key status

দিনের শুরুতেই ডিক্লেয়ার ভারতের

তৃতীয় দিন আর ব্যাট করতে নামল না ভারত। ৫ উইকেটে ৪৪৮ রান করে দ্বিতীয় দিনের শেষে। সেই ২৮৬ রানে এগিয়ে থেকেই ওয়েস্ট ইন্ডিজ়কে ব্যাট করতে নামালেন শুভমনেরা।

timer শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ০৯:১২ key status

শুরু তৃতীয় দিনের খেলা

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন