রবীন্দ্র জাডেজা। ছবি: পিটিআই।
১৭০ রানে শেষ ভারতের দ্বিতীয় ইনিংস। ৬১ রানে অপরাজিত থাকলেন জাডেজা। সিরাজ করলেন ৪ রান।
১৫১ বলে অর্ধশতরান জাডেজার। টানা চারটি টেস্ট ইনিংসে শতরান করলেন জাডেজা। ভারত ১৫৮/৯।
ভারত ১৫০/৯। ২২ গজে লড়াই করছেন জাডেজা (৪৫) এবং সিরাজ (শূন্য)।
স্টোকসের বলে আউট বুমরাহ (৫৪ বলে ৫)। ভারত ১৪৭/৯।
বুমরাহকে (৪) নিয়ে হার বাঁচানোর মরিয়া লড়াই জাডেজার (৩৭)। ২২ গজের দু’প্রান্তই আগলে রাখার চেষ্টা করছেন অভিজ্ঞ অলরাউন্ডার। ভারত ১৩৬/৮।
ওকসের বলে স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট নীতীশ (১৩)। ভারত ১১২/৮। জয়ের জন্য চাই আরও ৮১ রান।
ভারত হার হয়তো সময়ের অপেক্ষা। ওয়াশিংটনের ব্যাটের কানায় লেগে বল উঠল। ক্যাচ ধরলেন বোলার আর্চারই।
স্টোকসের বলে এলবিডব্লিউ রাহুল (৩৯)। ভারত ৮১/৬।
আর্চারের বলে বোল্ড পন্থ (৯)। পঞ্চম দিন প্রথম উইকেট হারালেন শুভমনেরা। ভারত ৭১/৫।
রাহুলের (অপরাজিত ৩৩) সঙ্গে ব্যাট করছেন পন্থ। ভারত ৫৮/৪।