India vs South Africa 2025

দ্বিতীয় দিনের শেষে কোণঠাসা পন্থের ভারত, গুয়াহাটি টেস্টে বাভুমাদের সুবিধাজনক জায়গায় রাখলেন মুথুস্বামী-জানসেন

দু’টেস্টের সিরিজ়ে ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। গুয়াহাটিতে জিততেই হবে ঋষভ পন্থদের। এই টেস্ট ড্র হলেও সিরিজ় হারবে ভারতীয় দল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১৬:০৬
মার্কো জানসেন।

মার্কো জানসেন। ছবি: পিটিআই।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১৬:০৫ key status

দ্বিতীয় দিনের খেলা শেষ

২২ গজে রয়েছেন যশস্বী (৭) এবং রাহুল (২)। ভারত ৯/০।

timer শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১৫:৩১ key status

ভারতের ইনিংস শুরু

ওপেন করতে নেমেছেন যশস্বী এবং রাহুল।

Advertisement
timer শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১৫:২০ key status

দক্ষিণ আফ্রিকা ৪৮৯

৯৩ রানে আউট জানসেন। বোল্ড হলেন কুলদীপের বলে। ৪৮৯ রানে শেষ হল দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ১২ রানে অপরাজিত থাকলেন মহারাজ। ১১৫ রানে ৪ উইকেট কুলদীপের।

timer শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১৪:৩৪ key status

আউট হারমার

হারমারকে (৫) বোল্ড করলেন বুমরাহ। দক্ষিণ আফ্রিকা ৪৬২/৯।

Advertisement
timer শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১৪:০৮ key status

আউট মুথুস্বামী

সিরাজের বলে যশস্বীর হাতে ক্যাচ দিয়ে আউট মুথুস্বামী (১০৯)। দক্ষিণ আফ্রিকা ৪৩১/৮।

timer শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১৩:২৩ key status

মধ্যাহ্নভোজের বিরতি

ব্যাট করছেন মুথুস্বামী (১০৭) এবং জানসেন (৫১)। অবিচ্ছিন্ন জুটিতে ৯৪ রান। দক্ষিণ আফ্রিকা ৪২৮/৭।

Advertisement
timer শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১৩:০৬ key status

মুথুস্বামীর ১০০

দ্বিতীয় টেস্টে শতরান মুথুস্বামীর। টেস্টে প্রথম শতরান করলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার। 

timer শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১২:৫৮ key status

দক্ষিণ আফ্রিকা ৪০০

প্রথম ইনিংসে বড় রানের পথে দক্ষিণ আফ্রিকা। ৪০০ রান পেরিয়ে গেলেন বাভুমারা। ২২ গজে রয়েছেন মুথুস্বামী (৮৬) এবং জানসেন (৪৮)।

timer শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১২:০২ key status

দিনের প্রথম উইকেট, আউট ভেরেন

ভেরেনকে (৪৫) আউটকে ৮৮ রানের জুটি ভাঙলেন জাডেজা। ভেরেনকে স্টাম্পড করলেন পন্থ। দক্ষিণ আফ্রিকা ৩৩৪/৭।

timer শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১১:১৮ key status

পন্থের নেতৃত্ব নিয়ে প্রশ্ন

পন্থের রক্ষণাত্মক ফিল্ডিং সাজানো নিয়ে প্রশ্ন। অনিল কুম্বলের বক্তব্য, দিনের শুরু থেকেই আক্রমণাত্মক ফিল্ডিং সাজানো উচিত ছিল। শেষ ওভারে সিলি পয়েন্ট, ফরোয়ার্ড শর্ট লেগে ফিল্ডার আনলেও লাভ হয়নি। 

timer শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১১:০৫ key status

চা বিরতি

দিনের প্রথম দু’ঘন্টায় উইকেটহীন ভারত। দক্ষিণ আফ্রিকা ৩১৬/৬। ব্যাট করছেন মুথুস্বামী (৫৬) এবং ভেরেন (৩৮)।

timer শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১০:২৮ key status

১০০ ওভার ব্যাটিং দক্ষিণ আফ্রিকার

উইকেট তুলতে পারছেন না ভারতীয় বোলারেরা। গুয়াহাটি টেস্টে ১০০ ওভার ব্যাট করে ফেলল দক্ষিণ আফ্রিকা। ২২ গজে রয়েছেন মুথস্বামী (৪৪) এবং ভেরেন (২৬)। দক্ষিণ আফ্রিকা ২৯৪/৬।

timer শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১০:০৩ key status

উইকেটহীন ১ ঘণ্টা

দ্বিতীয় দিনের প্রথম এক ঘণ্টায় দক্ষিণ আফ্রিকার উইকেট ফেলতে পারলেন না বুমরাহ সিরাজেরা। ব্যাট করছেন মুথুস্বামী (৩৯) এবং ভেরেন (১৪)। দক্ষিণ আফ্রিকা ২৭৫/৬।

timer শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ০৯:০৫ key status

দ্বিতীয় দিনের খেলা শুরু গুয়াহাটিতে

ব্যাট করছেন মুথুস্বামী (২৫) এবং ভেরেন (১)। দক্ষিণ আফ্রিকা ২৪৭/৬।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন