Women's ODI World Cup 2025

জেমাইমার শতরানে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত, কোন পথে জিতলেন হরমনপ্রীতেরা

মহিলাদের বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে ফিবি লিচফিল্ডের শতরানে ভর করে ৩৩৮ রান করে অস্ট্রেলিয়া। সেই রান তাড়া করে জেতে ভারত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ২২:৫০
জেমাইমা রদ্রিগেজ়।

জেমাইমা রদ্রিগেজ়। ছবি: এক্স।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ২২:৫০ key status

বিশ্বকাপের ফাইনালে ভারত

জেমাইমার শতরানে বিশ্বকাপের ফাইনালে ভারত। রবিবার ফাইনালে ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা।

timer শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ২১:৪৬ key status

আউট হরমনপ্রীত

বিরতির ফলে মনঃসংযোগে ব্যাঘাত ঘটল হরমনপ্রীতেরা। সাদারল্যান্ডের বলে বড় শট মারতে গিয়ে ৮৯ রানের মাথায় আউট হলেন তিনি। ২২৬ রানে ভারতের তৃতীয় উইকেট পড়ল। 

Advertisement
timer শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ২১:৩২ key status

সহজ ক্যাচ ফস্কালেন হিলি

৮২ রানের মাথায় জেমাইমার সহজ ক্যাচ ফস্কালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। 

timer শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ২১:২৭ key status

ভারতের রান ২০০ পার

৩২তম ওভারে ২০০ রান পার ভারতের। জেমাইমা ৮২ ও হরমনপ্রীত ৬৭ রানে খেলছেন। 

Advertisement
timer শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ২১:০৩ key status

শতরানের জুটি জেমাইমা-হরমনপ্রীতের

জেমাইমা ও হরমনপ্রীত লড়াইয়ে রেখেছেন ভারতকে। তাঁদের মধ্যে শতরানের জুটি হয়েছে। 

timer শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ২০:৪২ key status

অর্ধশতরান জেমাইমার

অর্ধশতরান করলেন জেমাইমা। ভাল দেখাচ্ছে তাঁকে। 

Advertisement
timer শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ২০:৩৮ key status

২০ ওভারে ভারতের রান ২ উইকেটে ১১৬

জেমাইমা রদ্রিগেজ় ৪৮ ও হরমনপ্রীত কৌর ২৩ রানে ক্রিজ়ে রয়েছেন। ভাল দেখাচ্ছে ভারতের দুই ব্যাটারকে। 

timer শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ২০:৩৪ key status

অর্ধশতরানের জুটি জেমাইমা-হরমনপ্রীতের

৫২ বলে অর্ধশতরানের জুটি গড়লেন জেমাইমা ও হরমনপ্রীত। 

timer শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ২০:৩০ key status

ভারতের রান ১০০ পার

১৭ ওভারে ১০০ পার হল ভারতের। ক্রিজ়ে জেমাইমার সঙ্গে রয়েছেন অধিনায়ক হরমনপ্রীত। 

timer শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ২০:১৯ key status

আউট হতে হতে বাঁচলেন হরমনপ্রীত

আলানা কিংয়ের বল ক্রিজ় ছেড়ে বেরিয়ে মারতে গিয়ে মিস্‌ করেন হরমনপ্রীত। কিন্তু বল ধরতে পারেননি উইকেটরক্ষক হিলি। ফলে বেঁচে যান ভারত অধিনায়ক। 

timer শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৯:৫৯ key status

আউট স্মৃতি মন্ধানা

কিম গার্থের বলে আউট মন্ধানা। প্রথমে আউট দেননি আম্পায়ার। রিভিউ নেয় অস্ট্রেলিয়া। সিদ্ধান্ত বদলান আম্পায়ার। ২৪ রান করে আউট মন্ধানা। ৫৯ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত। 

timer শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৯:৫০ key status

ভারতের রান ৫০ পার

নবম ওভারে ৫০ পার হল ভারতের। ক্রিজ়ে রয়েছেন স্মৃতি মন্ধানা ও জেমাইমা রদ্রিগেজ়।

timer শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৯:৪৮ key status

আউট শেফালি বর্মা

সুযোগ কাজে লাগাতে পারলেন না শেফালি। ১০ রান করে আউট হলেন তিনি। রান তাড়া করতে নেমে প্রথম উইকেট হারাল ভারত। 

timer শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৮:৪৮ key status

অস্ট্রেলিয়া ৩৩৮ রানে অল আউট

পুরো ৫০ ওভার খেলতে পারল না অস্ট্রেলিয়া। এক বল বাকি থাকতে অল আউট হয়ে গেল তারা। ভারতের সামনে লক্ষ্য ৩৩৯ রান।  

timer শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৮:৪৪ key status

নবম উইকেট পড়ল অস্ট্রেলিয়ার

পর পর দু’বলে উইকেট দীপ্তির। শূন্য রানে আউট সোফি মোলিনিউ। ৩৩৬ রানে অস্ট্রেলিয়ার নবম উইকেট পড়ল। 

timer শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৮:৪২ key status

আউট আলানা কিং

৪ রান করে আউট কিং। ৩৩৬ রানে অষ্টম উইকেট হারাল অস্ট্রেলিয়া।

timer শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৮:৩৯ key status

আউট গার্ডনার

৬৩ রান করে রান আউট হলেন গার্ডনার। সপ্তম উইকেট হারাল অস্ট্রেলিয়া।

timer শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৮:৩৫ key status

অর্ধশতরান অ্যাশলি গার্ডনারের

৪১ বলে অর্ধশতরান করলেন গার্ডনার। অস্ট্রেলিয়াকে টেনে নিয়ে যাচ্ছেন তিনি। 

timer শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৮:১২ key status

রান আউট তাহিলা ম্যাকগ্রা

ভুল বোঝাবুঝিতে রান আউট হলেন ম্যাকগ্রা (১২)। অস্ট্রেলিয়ার ষষ্ঠ উইকেট পড়ল ২৬৫ রানে। 

timer শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৮:০৫ key status

অস্ট্রেলিয়ার রান ২৫০ পার

৪০ ওভারে অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ২৫৩। অ্যাশলি গার্ডনার ৪ ও তাহিলা ম্যাকগ্রা ১০ রানে খেলছেন। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন