জেমাইমা রদ্রিগেজ়। ছবি: এক্স।
জেমাইমার শতরানে বিশ্বকাপের ফাইনালে ভারত। রবিবার ফাইনালে ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা।
বিরতির ফলে মনঃসংযোগে ব্যাঘাত ঘটল হরমনপ্রীতেরা। সাদারল্যান্ডের বলে বড় শট মারতে গিয়ে ৮৯ রানের মাথায় আউট হলেন তিনি। ২২৬ রানে ভারতের তৃতীয় উইকেট পড়ল।
৮২ রানের মাথায় জেমাইমার সহজ ক্যাচ ফস্কালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি।
৩২তম ওভারে ২০০ রান পার ভারতের। জেমাইমা ৮২ ও হরমনপ্রীত ৬৭ রানে খেলছেন।
জেমাইমা ও হরমনপ্রীত লড়াইয়ে রেখেছেন ভারতকে। তাঁদের মধ্যে শতরানের জুটি হয়েছে।
অর্ধশতরান করলেন জেমাইমা। ভাল দেখাচ্ছে তাঁকে।
জেমাইমা রদ্রিগেজ় ৪৮ ও হরমনপ্রীত কৌর ২৩ রানে ক্রিজ়ে রয়েছেন। ভাল দেখাচ্ছে ভারতের দুই ব্যাটারকে।
৫২ বলে অর্ধশতরানের জুটি গড়লেন জেমাইমা ও হরমনপ্রীত।
১৭ ওভারে ১০০ পার হল ভারতের। ক্রিজ়ে জেমাইমার সঙ্গে রয়েছেন অধিনায়ক হরমনপ্রীত।
আলানা কিংয়ের বল ক্রিজ় ছেড়ে বেরিয়ে মারতে গিয়ে মিস্ করেন হরমনপ্রীত। কিন্তু বল ধরতে পারেননি উইকেটরক্ষক হিলি। ফলে বেঁচে যান ভারত অধিনায়ক।
কিম গার্থের বলে আউট মন্ধানা। প্রথমে আউট দেননি আম্পায়ার। রিভিউ নেয় অস্ট্রেলিয়া। সিদ্ধান্ত বদলান আম্পায়ার। ২৪ রান করে আউট মন্ধানা। ৫৯ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত।
নবম ওভারে ৫০ পার হল ভারতের। ক্রিজ়ে রয়েছেন স্মৃতি মন্ধানা ও জেমাইমা রদ্রিগেজ়।
সুযোগ কাজে লাগাতে পারলেন না শেফালি। ১০ রান করে আউট হলেন তিনি। রান তাড়া করতে নেমে প্রথম উইকেট হারাল ভারত।
পুরো ৫০ ওভার খেলতে পারল না অস্ট্রেলিয়া। এক বল বাকি থাকতে অল আউট হয়ে গেল তারা। ভারতের সামনে লক্ষ্য ৩৩৯ রান।
পর পর দু’বলে উইকেট দীপ্তির। শূন্য রানে আউট সোফি মোলিনিউ। ৩৩৬ রানে অস্ট্রেলিয়ার নবম উইকেট পড়ল।
৪ রান করে আউট কিং। ৩৩৬ রানে অষ্টম উইকেট হারাল অস্ট্রেলিয়া।
৬৩ রান করে রান আউট হলেন গার্ডনার। সপ্তম উইকেট হারাল অস্ট্রেলিয়া।
৪১ বলে অর্ধশতরান করলেন গার্ডনার। অস্ট্রেলিয়াকে টেনে নিয়ে যাচ্ছেন তিনি।
ভুল বোঝাবুঝিতে রান আউট হলেন ম্যাকগ্রা (১২)। অস্ট্রেলিয়ার ষষ্ঠ উইকেট পড়ল ২৬৫ রানে।
৪০ ওভারে অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ২৫৩। অ্যাশলি গার্ডনার ৪ ও তাহিলা ম্যাকগ্রা ১০ রানে খেলছেন।