নিলামের সঞ্চালনা করছেন মল্লিকা সাগর। ছবি: সমাজমাধ্যম।
বিশ্বকাপের মাঝে চোট পাওয়া প্রতীকা রাওয়ালকে শেষ পর্যন্ত ৫০ লক্ষ টাকায় কিনল ইউপি ওয়ারিয়র্জ়।
নিলামের শেষ দিকে বাংলার সাইকা ইশাককে কিনল মুম্বই। ৩০ লক্ষ টাকা দাম পেলেন তিনি।
১ কোটি টাকায় অস্ট্রেলিয়ার জর্জিয়া ওয়্যারহ্য়ামকে কিনল গুজরাত জায়ান্টস।
৮৫ লক্ষ টাকায় পূজাকে কিনল মন্ধানাদের দল।
৭৫ লক্ষ টাকায় অরুন্ধতীকে কিনল আরসিবি।
ভারতীয় দলে দীর্ঘ দিন সুযোগ পান না। সেই শিখা পাণ্ডেকে ২ কোটি ৪০ লক্ষ টাকায় কিনল ইউপি ওয়ারিয়র্জ়।
১.১ কোটিতে ভারতের স্পিনারকে কিনল তারা।
কোনও দলই কিনল না বাংলার ক্রিকেটারকে।
৩০ লক্ষে ইংরেজ ক্রিকেটারকে কিনল আরসিবি।
৩০ লক্ষ টাকায় বাংলার পেসারকে কিনল গুজরাত জায়ান্টস।
ইউপি এবং বেঙ্গালুরুর সঙ্গে লড়ে ৬০ লক্ষে শবনিম ইসমাইলকে কিনল মুম্বই।
দিল্লিকে আবারও আরটিএমে টেক্কা দিল ইউপি। ৫০ লক্ষে কিনে নিল ভারতীয় পেসারকে।
ইংরেজ পেসারকে ৯০ লক্ষে কিনল বেঙ্গালুরু।
৩০ লক্ষে তাঁকে কিনল সৌরভের দল।
৫০ লক্ষে হরলীন দেওলকে কিনে নিল ইউপি।
৬৫ লক্ষে রাধা যাদবকে কিনল বেঙ্গালুরু।
৫০ লক্ষে বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে পেয়ে গেল সৌরভের দিল্লি।
বিশ্বকাপের গ্রুপ ম্যাচে ভারতকে হারানো দক্ষিণ আফ্রিকার নাদিন ডি’ক্লার্ককে ৬৫ লক্ষে নিল বেঙ্গালুরু।
ভারতীয় ক্রিকেটার ১.৩০ কোটি টাকায় যোগ দিলেন দিল্লিতে।
দিল্লিতে ১.৩০ কোটি টাকায় যোগ দিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের চিনেল হেনরি।