ICC Champions Trophy 2025 Final

আবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত, রবিবার রোহিতদের জয় এল কোন পথে?

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত থেকে ফাইনালে উঠেছেন রোহিত শর্মারা। নিউ জ়িল্যান্ড শুধু গ্রুপ পর্বে ভারতের কাছে হেরেছে। ফাইনাল হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচের পিচে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ২৩:০০
ভারতীয় ক্রিকেটারদের উচ্ছ্বাস।

ভারতীয় ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: এএফপি।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ২১:৪৯ key status

জিতল ভারত

চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিল ভারত। ফাইনালে নিউ  জ়‌িল্যান্ডকে হারিয়ে ট্রফি জিতে নিল তারা। ন’মাসের মধ্যে দু’টি আইসিসি ট্রফি জিতল তারা।

timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ২১:৩৯ key status

ভারত প্রায় জয়ের দোরগোড়ায়

জিততে আর কিছু রান চাই ভারতের।

Advertisement
timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ২১:১৪ key status

আউট অক্ষর

অকারণে মারতে গিয়ে উইকেট খোয়ালেন অক্ষর। খুচরো রান নিলেই যেখানে চলত, সেখানে তুলে খেলতে গিয়ে ক্যাচ দিলেন ও’রোর্কের হাতে। 

timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ২১:০৬ key status

১০ ওভারে ৬১ চাই ভারতের

হাতে ৬ উইকেট। জিততে গেলে রাহুল, অক্ষরকে ক্রিজে থাকতে হবে।

Advertisement
timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ২০:৫৪ key status

সহজ ক্যাচ ফেললেন জেমিসন

ফিলিপ্সের বলে ছয় মারার পরেই ক্যাচ দিয়েছিলেন শ্রেয়স। লং অফে লোপ্পা ক্যাচ ছাড়লেন জেমিসন।

timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ২০:১৩ key status

আউট রোহিত

আবার একটি উইকেট হারাল ভারত। রাচিনকে এগিয়ে খেলতে গিয়ে স্টাম্পড হলেন রোহিত। ৭৬ রানে আউট ভারতের অধিনায়ক।

Advertisement
timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১৯:৫৪ key status

আউট বিরাট

চার বলের মধ্যে আউট শুভমন এবং বিরাট। হঠাৎ চাপ বাড়ল ভারতের। ক্রিজ়ে অর্ধশতরান করা রোহিতের সঙ্গে রয়েছেন শ্রেয়স।

timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১৯:৫১ key status

আউট শুভমন

শুভমনকে ফেরালেন ফিলিপ্স। মিচেল স্যান্টনারের বলে ক্যাচ তুলেছিলেন শুভমন। লাফিয়ে অবিশ্বাস্য ক্যাচ নিলেন ফিলিপ্স।

timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১৯:২৮ key status

ভারত ১৪ ওভারে ৮৬-০

রোহিত ৫৯ এবং শুভমন ২২ রানে ক্রিজে।

timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১৯:১৯ key status

রোহিতের অর্ধশতরান

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অর্ধশতরান করলেন রোহিত শর্মা। ৪১ বলে ৫০ করলেন তিনি। 

timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১৮:৫৯ key status

ভারত ৬ ওভারে ৩৯-০

শুভমন ৬ এবং রোহিত ২৮ রানে ক্রিজে।

timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১৮:৪০ key status

আগ্রাসী শুরু ভারতের

দ্বিতীয় বলেই জেমিসনকে ছয় মারলেন রোহিত। ভারত শুরু করেছে আগ্রাসী ভঙ্গিতেই।

timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১৭:৩৭ key status

আউট মিচেল

শামিকে এক ওভারে দু’টি চার মারার পর উইকেট খোয়ালেন মিচেল। অফস্টাম্পের বাইরের বল তুলে খেলতে গিয়েছিলেন। কভারে ক্য়াচ ধরলেন রোহিত।

timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১৭:২৯ key status

কিউয়িদের টানছেন মিচেল-ব্রেসওয়েল

প্রতি উইকেটেই একটি করে জুটি হচ্ছে নিউ জ়িল্যান্ডের। তা ভাঙতে সমস্যায় পড়ছে ভারত। যদিও রানের গতি বেশ কম। 

timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১৭:০১ key status

বোল্ড ফিলিপ্স

জুটি ভাঙতে আসরে নামতে হল বরুণকেই। রং ওয়ান দিয়েছিলেন। উইকেট ছেড়ে খেলতে গিয়ে বোল্ড ফিলিপ্স।

timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১৬:৫২ key status

ক্যাচ ছেড়েই চলেছে ভারত

রোহিত শর্মার পর এ বার সহজ ক্যাচ ফেললেন শুভমনও। ফিলিপ্স, মিচেল দু’জনেরই ফিরে যাওয়ার কথা। তবু দু’জনেই ক্রিজে। সব মিলিয়ে চারটি ক্যাচ ফেলল ভারত।

timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১৬:১৭ key status

আউট লাথাম

জাডেজার বলে এলবিডব্লিউ লাথাম। ৩০ বলে ১৪ রান করে আউট হলেন তিনি। ৩৩ রানের জুটি ভেঙে দিলেন জাডেজা।

timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১৬:১২ key status

২৩ ওভার শেষে

নিউ জ়িল্যান্ড তিন উইকেট হারিয়ে ১০৭ রান তুলল। 

timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১৫:৩২ key status

উইলিয়ামসন আউট

কুলদীপের বলে ফ্লিক করতে গিয়েছিলেন উইলিয়ামসন। বল সোজা গেল কুলদীপের হাতে। নিউ জ়িল্যান্ডের সেরা ব্যাটারকে ফিরিয়ে দিলেন কুলদীপ।

timer শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১৫:২৪ key status

আউট রাচিন

কিউয়িদের বিপজ্জনক ব্যাটার রাচিনকে প্রথম বলেই আউট করলেন কুলদীপ। রং ওয়ানে বোল্ড করলেন রাচিনকে (৩৭)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন