India vs South Africa 2025

লখনউয়ের ধোঁয়াশা বিতর্কে এ বার রাজনীতি! শীতে কেরলে ম্যাচ আয়োজনের অনুরোধ তারুরের, বোর্ডের সহ-সভাপতি বললেন, ‘সব ম্যাচই কেরলে করি’?

বুধবার লখনউয়ে কুয়াশার কারণে বাতিল হওয়া ম্যাচের রেশ এ বার সংসদের বাইরেও। বৃহস্পতিবার কংগ্রেস সাংসদ শশী তারুর অনুরোধ করলেন, শীতকালে কেরলে ম্যাচ আয়োজন করার। বোর্ড সহ-সভাপতি রাজীব শুক্লও দিলেন জবাব।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৭
cricket

শশী তারুর (বাঁ দিকে) এবং রাজীব শুক্ল। ছবি: পিটিআই।

বুধবার লখনউয়ে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ কুয়াশার কারণে বাতিল হয়ে গিয়েছে। সেই ঘটনার রেশ এ বার সংসদের বাইরেও। ম্যাচের পর দিন, অর্থাৎ বৃহস্পতিবার কংগ্রেস সাংসদ শশী তারুর অনুরোধ করলেন, শীতকালে কেরলে ম্যাচ আয়োজন করার। বোর্ড সভাপতি তথা কংগ্রেসের সাংসদ রাজীব শুক্লের জবাব, “তা হলে সব ম্যাচই কেরলে আয়োজন করা হোক।”

Advertisement

বৃহস্পতিবার সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তারুর। তখন সেখান দিয়ে যাচ্ছিলেন রাজীব। তাঁকে দেখতে পেয়েই ডেকে নিয়ে তারুর বলেন, “এই শীতে উত্তর ভারতে ম্যাচ আয়োজন করার বদলে কেরলে আসুন।” রাজীব বলেন, “দেখুন, সূচি নিয়ে আর একটু ভাবতে হবে আমাদের। ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি উত্তর ভারতে যাতে ম্যাচ না পড়ে, সেটা খেয়াল রাখতে হবে। তা ছাড়া কেরলে তো ম্যাচ হয়ই। ঘুরিয়ে-ফিরিয়ে খেলা দেওয়ার নিয়মই রয়েছে আমাদের।”

তখন তারুর বলেন, “শুধু এই সময়টায় কেরলে ম্যাচ দেওয়া হোক।” তখন রাজীব হাসতে হাসতে বলেন, “তা হলে বরং সব ম্যাচই কেরলে পাঠিয়ে দিই।” তা শুনে হেসে ফেলেন তারুরও। বলেন , “তা হলে তো খুবই ভাল হবে।”

কেন দক্ষিণ ভারতে ম্যাচ দেওয়া উচিত তা নিয়েও কথা বলেছেন তারুর। তাঁর যুক্তি, “বলই যদি দেখতে না পাওয়া যায় তা হলে ম্যাচ হবে কী করে? তাই আমি বলছি, দক্ষিণ ভারতে আসুন। ওখানে দূষণের কোনও চিহ্ন নেই। কুয়াশাও হয় না। বল স্পষ্ট দেখা যাবে। ফলে দর্শকদেরও হতাশার কোনও জায়গা থাকবে না।”

প্রাক্তন ক্রিকেটারেরা অবশ্য লখনউ ম্যাচ বাতিল হওয়ায় ক্ষুব্ধ। রবিন উথাপ্পা বলেছেন, “বাকিদের কোনও কথাই আমার কানে ঢুকছে না। আম্পায়ারদের সিদ্ধান্তে আমি অবাক হয়ে যাচ্ছি। রাত বাড়লে কী ভাবে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে? কোনও ভাবেই কুয়াশা কমবে না। বরং আরও বাড়বে। আম্পায়ারেরা কী ভাবছে সেটাই জানি না। গত আধ ঘণ্টায় কি এমন হয়নি যেটা পরের আধ ঘণ্টায় হতে পারে? আমি ভাষাহীন।”

উথাপ্পার পাশে দাঁড়িয়ে থাকা ডেল স্টেন বলেন, “আমার মনে হয় একজন আম্পায়ারকে এখানে এনে জিজ্ঞাসা করা উচিত, হচ্ছেটা কী? ক্রিকেটারেরা মাঠে নেমে খেলতে চায়। কেন ওদের অকারণে অপেক্ষা করা হচ্ছে। এর পর যদি কোনও আম্পায়ার আমার সামনে দিয়ে যায়, তাঁকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করব। আমি নিজে হয়তো এই পরিবেশে খেলতে পারতাম। এর থেকেও খারাপ পরিস্থিতিতে, আরও বেশি কুয়াশার মধ্যে প্রথম শ্রেণির ম্যাচ খেলেছি। তবে এখনকার নিয়ম কী সেটা আমি ভাল জানি না।”

Advertisement
আরও পড়ুন