Shah Rukh Khan

শাহরুখের ৯ কোটি ২০ লক্ষ কি জলে যাবে? বাংলাদেশের পেসারকে কি পুরো আইপিএলে পাবে কেকেআর, শুরু জল্পনা

আইপিএল নিলামে ৯.২ কোটি টাকা দিয়ে মুস্তাফিজুর রহমানকে কিনেছে কেকেআর। তবে পুরো মরসুম তাঁকে পাওয়া যাবে কি না তা নিয়ে জল্পনা দেখা দিয়েছে। কেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১১:৩৩
cricket

কেকেআর কর্ণধার শাহরুখ খান। — ফাইল চিত্র।

আইপিএল নিলামে ৯.২ কোটি টাকা দিয়ে মুস্তাফিজুর রহমানকে কিনেছে কেকেআর। তবে পুরো মরসুম তাঁকে পাওয়া যাবে কি না তা নিয়ে জল্পনা দেখা দিয়েছে। আইপিএলের মাঝে বাংলাদেশের সীমিত ওভারের সিরিজ় রয়েছে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে। সেখানে ডাক পেলে মাঝপথেই কয়েক দিনের জন্য আইপিএল ছাড়তে হতে পারে বাংলাদেশের পেসারকে।

Advertisement

আইপিএল ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত চলবে। বাংলাদেশের সিরিজ় রয়েছে এপ্রিলে। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৫০ ওভার এবং ২০ ওভারের সিরিজ় খেলবে বাংলাদেশ। এক দিনের দলে মুস্তাফিজুর নিয়মিত ডাক পান না। তবে টি-টোয়েন্টি দলে নিয়মিত থাকেন। যদি এ বারও টি-টোয়েন্টি দলে তাঁকে ডাকা হয়, তা হলে ১৬-২৩ এপ্রিল মুস্তাফিজুর খেলতে পারবেন না। তাঁকে বাংলাদেশ বোর্ডের অনাপত্তিপত্র (এনওসি) আদায় করতে হবে।

আইপিএলের ইতিহাসে বাংলাদেশের কোনও ক্রিকেটার হিসাবে সবচেয়ে বেশি দাম পেয়েছেন মুস্তাফিজুর। পরের আইপিএলে বাংলাদেশ থেকে একমাত্র তিনিই আছেন। তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান শাকিবেরা থাকলেও সুযোগ পাননি।

এই প্রথম কেকেআরের হয়ে খেলবেন মুস্তাফিজুর। নিলামে তাঁকে নিতে কেকেআর লড়াই করেছে দিল্লি এবং চেন্নাইয়ের সঙ্গে। দু’টি দলেই অতীতে খেলেছেন মুস্তাফিজুর। আইপিএলে তাঁর সাফল্যের কথা ভেবেই কেকেআর এই বোলারকে নিয়েছে।

২০১৬-য় আইপিএলে অভিষেক হয় মুস্তাফিজুরের। তিনি পাঁচটি দলের হয়ে খেলেছেন। প্রথম বছরই সেরা উঠতি ক্রিকেটারের পুরস্কার জিতে নেন। আইপিএলে ৬০ ম্যাচে ৬৫টি উইকেট রয়েছে। টি-টোয়েন্টিতে সব মিলিয়ে ৩০৮টি ম্যাচে ৩৮৭টি উইকেট নিয়েছেন তিনি।

Advertisement
আরও পড়ুন