IPL 2025

২০৯ রান তাড়া করে জেতার পরেই ১১৭ রানে শেষ! আইপিএল থেকে বিদায় রাজস্থানের, শীর্ষে মুম্বই

প্রথম পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটি জিতেছিল মুম্বই। পরের ছ’টি ম্যাচের ছ’টিতেই জিতে লিগ তালিকায় শীর্ষে উঠে এল তারা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ মে ২০২৫ ২৩:১৯
Hardik Pandya

হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।

এ বারের আইপিএলে একটা সময় মুম্বই সকলের নীচে ছিল। বৃহস্পতিবার রাজস্থানের বিরুদ্ধে জিতে লিগ তালিকায় শীর্ষে উঠে এল তারা। প্রথম পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটি জিতেছিল মুম্বই। পরের ছ’টি ম্যাচের ছ’টিতেই জিতে লিগ তালিকায় শীর্ষে উঠে এল তারা।

Advertisement

বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে মুম্বই ২১৭ রান তুলেছিল। টস জিতে তাদের ব্যাট করতে পাঠিয়েছিলেন রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ। রোহিত শর্মা (৫৩) এবং রায়ান রিকেলটন (৬১) মিলে ১১৬ রানের জুটি গড়েছিলেন। তাঁদের তৈরি করা জমিতে রানের ইমারত গড়েন সূর্যকুমার যাদব (৪৮ রানে অপরাজিত) এবং হার্দিক পাণ্ড্য (৪৮ রানে অপরাজি।)। রাজস্থানের ইনিংস শেষ হয়ে যায় ১১৭ রানে। বৃহস্পতিবার ১০০ রানে জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে আসে মুম্বই। ১১ ম্যাচের মধ্যে আটটিতে হেরে এ বারের আইপিএল থেকে বিদায় নিল রাজস্থান।

চেন্নাই সুপার কিংসের পর দ্বিতীয় দল হিসাবে এ বারের আইপিএল থেকে বিদায় নিল রাজস্থান। সুযোগ থাকলেও প্রথম চারে ওঠার সম্ভাবনা কম সানরাইজার্স হায়দরাবাদ এবং কলকাতা নাইট রাইডাজার্সের। তবে এখনও তাদের আশা রয়েছে।

বৃহস্পতিবার মুম্বইয়ের হয়ে ট্রেন্ট বোল্ট এবং কর্ন শর্মা নিলেন তিনটি করে উইকেট। বুমরাহ নেন দু’টি উইকেট। একটি করে উইকেট নেন দীপক চহর এবং হার্দিক পাণ্ড্য। গোটা মুম্বই দলে ফর্মে ফিরে এসেছে। এ বারের আইপিএলের শুরুটা ভাল না হলেও ফর্মে ফেরা মুম্বই চিন্তায় ফেলে দিয়েছে সব দলকেই।

Advertisement
আরও পড়ুন