BGT 2024-25

ওভারের মাঝে হঠাৎ উইকেটের বেল বদলে দিলেন সিরাজ! মেলবোর্নে কী হল তারপর

প্রতিপক্ষ ব্যাটারদের চাপে রাখার চেষ্টা করেন ক্রিকেটারেরা। ২২ গজে থিতু হয়ে যাওয়া ব্যাটারের মনোসংযোগ নষ্ট করার চেষ্টা নতুন কিছু নয় ক্রিকেটে। মেলবোর্নে সিরাজও তেমনই চেষ্টা করেছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১৩:৪২
picture of Mohammed Siraj

মহম্মদ সিরাজ। —ফাইল চিত্র।

বল হাতে দলকে তেমন ভরসা দিতে পারছেন না মহম্মদ সিরাজ। পার্‌থ টেস্টের পর থেকে ফর্মে নেই। অস্ট্রেলিয়ার পিচে কোন লাইন-লেংথে বল করতে হবে বুঝতে পারছেন না। তবে চেষ্টায় খামতি নেই ভারতের জোরে বোলারের। প্রতিপক্ষ ব্যাটারদের চাপে রাখতে নানা কৌশল অবলম্বন করছেন।

Advertisement

বৃহস্পতিবার মেলবোর্নে অস্ট্রেলিয়ার ইনিংসের মাঝে উইকেটের উপরের বেল বদলে দেন সিরাজ। অনেক ম্যাচেই দেখা যায়, কোনও ওভারের মাঝে গিয়ে উইকেটের উপরের বেল দু’টি অদল-বদল করে দিচ্ছেন তিনি। মেলবোর্নেও মার্নাস লাবুশেন ব্যাট করার সময় উইকেটের বেল অদল-বদল করে দেন। সিরাজের লক্ষ্য ছিল অস্ট্রেলীয় ব্যাটারকে বিরক্ত করা। তাঁর মনোসংযোগ নষ্ট করা।

অস্ট্রেলিয়ার ইনিংসের ৪৩তম ওভারে বল করছিলেন সিরাজ। ওভারের দ্বিতীয় বলটি করার পর এগিয়ে যান ব্যাটার লাবুশেনের দিকে। তাঁকে এগিয়ে আসতে দেখে লাবুশেন লেগ স্লিপের দিকে সরে যান। সিরাজ উইকেটের উপর রাখা বেল দু’টি অদল-বদল করে লাবুশেনকে বলে, ‘‘দেখ কী করলাম’’। তাতে অবশ্য লাভ কিছু হয়নি। সিরাজকেও কিছু বলেননি লাবুশেন। ওভারের চতুর্থ বলে সিরাজকে চার মারেন লাবুশেন। পঞ্চম বলে তিন রান নেন। বুঝিয়ে দেন সিরাজের বিরক্ত করার চেষ্টা তাঁর উপর কোনও প্রভাব ফেলেনি। শেষ পর্যন্ত ৭২ রানের ইনিংস খেলেন তিনি। এই ঘটনার দু’ওভার পর বল করতে এসে লাবুশেন এবং উসমান খোয়াজার জুটি ভাঙেন যশপ্রীত বুমরা। খোয়াজাকে (৫৭) রানে আউট করেন। এই দুই ঘটনার ভিডিয়োই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

মেলবোর্নেও প্রথম ইনিংসে বল হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি সিরাজ। ২৩ ওভার বল করেছেন। ওভার প্রতি ৫.৩০ গড়ে ১২২ রান দিয়েছেন। একটিও উইকেট নিতে পারেননি।

Advertisement
আরও পড়ুন