Pakistan Cricket Team

২৮ ম্যাচে ১৮ হার! আরও চাপে পাকিস্তান ক্রিকেট, বেতন কাটার সম্ভাবনা বাবর-রিজ়ওয়ানদের

আরও চাপে পাকিস্তানের ক্রিকেটারেরা। চলতি বছর খারাপ পারফরম্যান্সের জেরে শাস্তি পেতে পারেন তাঁরা। বাবর, রিজ়ওয়ানদের বেতন কাটা যেতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৫ ১৫:২৮
cricket

বাবর আজ়ম (বাঁ দিকে) ও মহম্মদ রিজ়ওয়ান। —ফাইল চিত্র।

চলতি বছর তিন ফরম্যাট মিলিয়ে ২৮টা ম্যাচ খেলেছে পাকিস্তান। জিতেছে মাত্র ১০টা। ১৮টা ম্যাচ হারতে হয়েছে। তিনটে টেস্টের মধ্যে একটা, ১১টা এক দিনের মধ্যে দুটো ও ১৪টা টি-টোয়েন্টির মধ্যে সাতটা জিতেছে তারা। এই খারাপ পারফরম্যান্সের জেরে শাস্তি পেতে পারেন পাক ক্রিকেটারেরা। বাবর আজ়ম, মহম্মদ রিজ়ওয়ানদের বেতন কাটা যেতে পারে।

Advertisement

এত দিন আইসিসি-র লভ্যাংশ থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ড যে টাকা পেত তার ৩ শতাংশ পেতেন ক্রিকেটারেরা। জানা গিয়েছে, খারাপ খেলায় সেই টাকা বন্ধ করে দিতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অর্থাৎ, কেন্দ্রীয় চুক্তির তালিকায় থাকা ক্রিকেটারেরা সেই টাকা আর পাবেন না। কেবল বোর্ড থেকে বেতন পাবেন তাঁরা।

দু’বছর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তৎকালীন চেয়ারম্যানের কাছে বেতন বাড়ানোর দাবি করেছিলেন পাকিস্তানের ক্রিকেটারেরা। বাধ্য হয়ে আইসিসি-র লভ্যাংশের ৩ শতাংশ তাদের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এত দিন ক্রিকেটারেরা সেই টাকা পেতেন। কিন্তু এ বার তা বন্ধ হতে পারে।

পাকিস্তানের এক সংবাদমাধ্যমের রিপোর্টে এই কথা বলা হয়েছে। সেখানে পাক ক্রিকেট বোর্ডের এক আধিকারিক বলেন, “এই মরসুমে সেই টাকা কাটা হবে না। কারণ, আইনি জটিলতা রয়েছে। ফলে এই মরসুমে ক্রিকেটারেরা সেই টাকা পাবেন। তবে এ বারই হয়তো শেষ। পরের বার থেকে আর সেই টাকা পাবেন না ক্রিকেটারেরা।”

বাবর, রিজ়ওয়ানের কেরিয়ার নিয়েও প্রশ্ন উঠেছে। দেশের টি-টোয়েন্টি দল থেকে তাঁরা দীর্ঘ দিন বাদ পড়েছেন। ছোট ফরম্যাটে তাঁদের কেরিয়ার প্রায় শেষ। এক দিনের ফরম্যাটেও খুব একটা ছন্দে নেই দলের সবচেয়ে সিনিয়র দুই ক্রিকেটার। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে ভাল খেলতে না পারলে আরও সমস্যায় পড়বেন পাকিস্তানের ক্রিকেটারেরা। ফলে বিশ্বকাপের আগে চাপে রয়েছেন তাঁরা।

Advertisement
আরও পড়ুন