Mosquito Attack in India Vs Pakistan Match

পোকার উপদ্রব ভারত-পাকিস্তান ম্যাচে! থমকাল খেলা, শেষে ‘কামান’ দাগলেন পাক অধিনায়ক

ভারত-পাকিস্তান ম্যাচে মাঠে দাপট দেখাল পোকার ঝাঁক। ক্রিকেটারদের খেলতে এতটাই সমস্যা হচ্ছিল যে মাঝে কিছু ক্ষণ খেলা বন্ধ ছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ ১৭:২৫
cricket

বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট করার সময় জেমাইমা রদ্রিগেজ়ের মাথার উপর পোকার ঝাঁক। ছবি: সমাজমাধ্যম।

কথায় বলে, মশা মারতে কামান দাগা। সেই ছবিই দেখা গেল ভারত-পাকিস্তান ম্যাচে। তবে মশা নয়। কলম্বোর স্টেডিয়ামে দাপট দেখাল পোকার ঝাঁক। ক্রিকেটারদের খেলতে এতটাই সমস্যা হচ্ছিল যে মাঝে কিছু ক্ষণ খেলা বন্ধ ছিল। পোকা তাড়াতে স্প্রে করতে হল পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানাকে।

Advertisement

শনিবার বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচ ভেস্তে গিয়েছিল। রবিবারও সকাল থেকে আকাশে মেঘ রয়েছে। কলম্বোর মাঠে ভারত প্রথমে ব্যাট করছে। ইনিংসের মাঝপথে দেখা যায়, পোকার ঝাঁক ক্রিকেটারদের মাথার কাছে ভনভন করছে। ব্যাটার, বোলার, উইকেটরক্ষকের বেশি সমস্যা হচ্ছিল। বেশ কয়েক বার নিজের স্টান্স থেকে সরতে দেখা যায় হরলীন দেওল ও জেমাইমা রদ্রিগেজ়কে। সমস্যায় পড়েন উইকেটরক্ষকও। মাঝে মাঝে পাকিস্তানের ক্রিকেটারদের দেখা যায়, আম্পায়ারের কাছ থেকে তোয়ালে নিয়ে পোকা তাড়াচ্ছেন।

বার বার এই সমস্যা হওয়ার পর আম্পায়ারদের কাছে অভিযোগ করেন পাক অধিনায়ক ফাতিমা। দেখে মনে হচ্ছিল, তাঁরা উঠে যাওয়ার কথা বলছেন। ঠিক তখনই দেখা যায়, পাকিস্তানের ডাগ আউট থেকে এক ক্রিকেটার হাতে স্প্রে নিয়ে মাঠে ঢুকেছেন। পিচের মাঝে স্প্রে করেন ফাতিমা। কয়েক জন ক্রিকেটারের জার্সিতেও তা ছড়িয়ে দেন তিনি। সেই সময় কিছু ক্ষণ খেলা বন্ধ থাকে।

পরে খেলা শুরু হওয়ার পরেও অবশ্য দেখা যায়, পোকার দল রণে ভঙ্গ দেয়নি। কিছুটা কমলেও মাঠেই রয়েছে তারা। ক্রিকেটারদের মাথার উপর ভনভন করছে। বাধ্য হয়ে ৩৪ ওভারের পর সত্যিকারের কামান দাগতে হয় মাঠকর্মীদের। মুখোশ পরে মাঠে ঢোকেন এক মাঠকর্মী। সেই সময় ক্রিকেটারদের মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। কামান দাগার পর আবার শুরু হবে ভারত-পাকিস্তান ম্যাচ।

Advertisement
আরও পড়ুন