CSK vs KKR match today

অধিনায়ক হয়েই চেন্নাইয়ের খামতি ধরে ফেললেন ধোনি, দাওয়াইও বাতলে দিলেন মাহি

রুতুরাজ গায়কোয়াড় আইপিএল থেকে ছিটকে যাওয়ায় চেন্নাইয়ের অধিনায়ক হয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। শুক্রবার কেকেআর ম্যাচ দিয়েই নেতৃত্বের নতুন ইনিংস শুরু হচ্ছে তাঁর। সেই ম্যাচের আগে দলের দুর্বলতা নিয়ে কথা বললেন ধোনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ১৯:২৩
cricket

মহেন্দ্র সিংহ ধোনি। — ফাইল চিত্র।

রুতুরাজ গায়কোয়াড় আইপিএল থেকে ছিটকে যাওয়ায় চেন্নাইয়ের অধিনায়ক হয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। শুক্রবার কেকেআর ম্যাচ দিয়েই নেতৃত্বের নতুন ইনিংস শুরু হচ্ছে তাঁর। সেই ম্যাচের আগে দলের দুর্বলতা নিয়ে কথা বললেন ধোনি। কোথায় কোথায় ভুল হচ্ছে, জানিয়ে দিলেন সেটা।

Advertisement

ধোনির কথায়, “আমরা বড্ড বেশি ম্যাচ হেরে গিয়েছি। তাই আমাদের এখন সাধারণ ব্যাপারগুলো ঠিকঠাক করতে হবে। বেশি করে ডট বল করতে হবে, ক্যাচ ধরতে হবে। আমরা অন্তত দুটো ম্যাচ বড় ব্যবধানে হেরেছি। তা ছাড়া বাকিগুলোয় ছোটখাটো ভুল হয়েছে। এক ওভারে ২০ রান হজম করার মতো ব্যাপার। আমাদের ব্যাটারেরা মানসিক দিক থেকে অনেক আলাদা। ওরা সব বলেই চালাতে যায় না।”

কেকেআর ম্যাচের আগে কোন কোন ত্রুটি শোধরানো দরকার সেই সম্পর্কে ধোনি বলেন, “ক্রিকেটারদের উচিত নিজেদের দক্ষতায় বিশ্বাস রাখা। শুরুটা ভাল করে করতে হবে। শুরুর দিকে কয়েকটা বাউন্ডারি মারতে হবে। তার পরে বিপক্ষের উইকেট দ্রুত ফেলার দিকে নজর দিতে হবে।”

রুতুরাজের মতো ক্রিকেটার ছিটকে যাওয়ায় আক্ষেপ করলেন ধোনি। তাঁর কথায়, “ওর কনুইয়ে কোনও একটা জায়গায় চিড় ধরেছে। তাই আইপিএল থেকে ছিটকে গিয়েছে। ব্যাটার হিসাবে ও দুর্দান্ত। সময় নিয়ে শট খেলার দিকে সব সময় নজর দেয়। তাই ওকে হারানো বড় ধাক্কা।”

টসে হারলেও কেকেআরের বিরুদ্ধে আগে ব্যাটই করতে চেয়েছিলেন ধোনি। তাঁর যুক্তি, “বেশ কয়েকটা ম্যাচে আমরা রান তাড়া করতে গিয়ে দেখেছি, পিচ পরের দিকে মন্থর হয়ে যায়। তাই শুরুটা ভাল না হলে মিডল অর্ডার চাপে পড়ে যায়। তাই আগে ব্যাট করাই ভাল।”

Advertisement
আরও পড়ুন