CSK vs KKR match today

ঘুরে দাঁড়ানোর দাওয়াই খুঁজে যাচ্ছে চেন্নাই, কলকাতার কাছে উড়ে গিয়ে ধোনি বললেন, কাউকে নকল করতে যাব না!

টস করার সময় তিনি দলের জয়ে ফেরার দাওয়াই বাতলে দিয়েছিলেন। অথচ শুক্রবার কেকেআরের বিরুদ্ধে সেই ভুলগুলিই করলেন চেন্নাইয়ের ক্রিকেটারেরা। ম্যাচের পরেই তাই কড়া সমালোচনা শোনা গেল মহেন্দ্র সিংহ ধোনির মুখে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ২৩:০১
cricket

মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: সমাজমাধ্যম।

টস করার সময় তিনি দলের জয়ে ফেরার দাওয়াই বাতলে দিয়েছিলেন। অথচ শুক্রবার কেকেআরের বিরুদ্ধে সেই ভুলগুলিই করলেন চেন্নাইয়ের ক্রিকেটারেরা। ম্যাচের পরেই তাই কড়া সমালোচনা শোনা গেল মহেন্দ্র সিংহ ধোনির মুখে। তিনি সাফ জানালেন, কাউকে নকল করতে গেলে বিপদে পড়তে হবে।

Advertisement

শুক্রবার আবার ব্যাটিং ব্যর্থতায় ভুগেছে চেন্নাই। ৯.৪ ওভার বাকি থাকতে কলকাতার কাছে আট উইকেটে উড়ে গিয়েছে তারা। দলের ক্রিকেটারদের উদ্দেশে ধোনির সতর্কবার্তা, “পরিবেশের কথা মাথায় রাখা সবার আগে দরকার। দু’-একটা ম্যাচে আমরা ভাল খেলেছি। কিন্তু নিজে যে শটটা খেলতে পারো, সেটার উপরে বিশ্বাস রাখলে ভাল। কোনও ব্যক্তি বা দলের দিকে তাকিয়ে সেটা অনুকরণ করতে যাওয়া উচিত নয়।”

ধোনির সংযোজন, “আমাদের দলে দু’জন ভাল ওপেনার রয়েছে। কিন্তু স্কোরবোর্ডের দিকে তাকিয়ে দ্রুততার সঙ্গে রান তোলার চেষ্টা না করাই ভাল। কয়েকটা বাউন্ডারি মারলে এমনিই রান বাড়তে থাকবে। যদি ৬০ রান তুলব এটা মাথায় রেখে নামি তা হলে মুশকিল। শুরুর দিকে পর পর উইকেট হারালে মিডল অর্ডারের কাজ কঠিন হয়ে যায়। তখন দ্রুত গতিতে রান তোলা যায় না।”

দলের দুরবস্থা যে সহজে পাল্টাবে না এটা স্বীকার করে নিয়েছেন ধোনি নিজেই। বলেছেন, “বেশ কয়েকটা ম্যাচ আমাদের পক্ষে গেল না। অনেক গভীরে গিয়ে বিষয়টা নিয়ে ভাবতে হবে। এই পিচে কাজটা কঠিন ছিল। কিন্তু সেটা সামলানো উচিত ছিল আমাদের। আজ তো সে রকম রানই তুলতে পারিনি। আমাদের ব্যাটিংয়ের সময় বল থেমে থেমে আসছিল। দ্বিতীয় ইনিংসেও তা-ই হয়েছে। বিপক্ষ দলে ভাল স্পিনার থাকলে খেলা কঠিন হয়ে যায়। তার উপর আমরা লম্বা জুটিও গড়তে পারিনি।”

Advertisement
আরও পড়ুন