Shoaib Akhtar in Controversy

আইনি জটিলতায় আখতার! ১০০ কোটি টাকার মানহানির হুমকি ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’কে

আইনি জটিলতায় পড়েছেন শোয়েব আখতার। তাঁকে নোটিস পাঠিয়েছেন পাকিস্তানের ক্রিকেট বিশ্লেষক নৌমান নিয়াজ। ১০০ কোটি টাকার মানহানির হুমকি দিয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ২১:০১
cricket

শোয়েব আখতার। —ফাইল চিত্র।

বিতর্কিত মন্তব্য করে আবার বিপাকে শোয়েব আখতার। আইনি জটিলতায় পড়েছেন তিনি। তাঁকে নোটিস পাঠিয়েছেন পাকিস্তানের ক্রিকেট বিশ্লেষক নৌমান নিয়াজ। প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি করেছেন তিনি। বিশ্বক্রিকেটে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ নামে পরিচিত আখতার ক্ষমা না চাইলে ১০০ কোটি টাকার মানহানির হুমকি দিয়েছেন নিয়াজ।

Advertisement

আখতার যখন পাকিস্তান দলের সদস্য ছিলেন তখন পাকিস্তান টেলিভিশন নেটওয়ার্কের (পিটিভি) স্পোর্টস ডিরেক্টর ছিলেন নিয়াজ। পাশাপাশি পাকিস্তান দলের ‘ডেটা অ্যানালিস্ট’-এর কাজ করতেন তিনি। কয়েক দিন আগে একটি অনুষ্ঠানে নিয়াজকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন আখতার। তিনি বলেন, “নিয়াজ আমাদের ব্যাগ ও মালপত্র বয়ে নিয়ে যেত। দলে এটাই ওর কাজ ছিল। এর বাইরে ওকে কিছু করতে দেখিনি।”

আখতারের এই মন্তব্য ভাল ভাবে নেননি নিয়াজ। তিনি তাঁর আইনজীবীদের মাধ্যমে আখতারকে আইনি নোটিস পাঠিয়েছেন। সেখানে দাবি করা হয়েছে, ১৪ দিনের মধ্যে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে আখতারকে। তিনি যদি তা না করেন তা হলে আখতারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করার হুমকি দিয়েছেন নিয়াজ।

এই প্রথম নয়, এর আগেও দু’জনের মধ্যে প্রকাশ্যে বিবাদ হয়েছে। ২০২১ সালে টেলিভিশনের অনুষ্ঠান চলার মাঝে আখতারকে স্টুডিয়ো ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন সঞ্চালক নিয়াজ। সেই ঘটনা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। পাকিস্তানের সরকারকে হস্তক্ষেপ করতে হয়েছিল। শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন নিয়াজ। এ বার আখতারকে পাল্টা আইনি নোটিস পাঠালেন তিনি।

Advertisement
আরও পড়ুন