Nepal Defeated West Indies

বিশ্ব ক্রিকেটে চমক! ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে অঘটন ঘটিয়ে দিল এশিয়া কাপে জায়গা না পাওয়া নেপাল

রবিবার দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে লড়াই ভারত এবং পাকিস্তানের। সেখান থেকে মাত্র ২৮ কিলোমিটার দূরে শারজায় চমকে দিল নেপাল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০০:০৮
ক্যারিবিয়ানদের হারাল নেপাল।

ক্যারিবিয়ানদের হারাল নেপাল।

বিশ্ব ক্রিকেটে অন‍্যতম বড় অঘটন ঘটাল নেপাল। টি-টোয়েন্টি ক্রিকেটে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে। শনিবার নেপাল জিতল ১৯ রানে।

Advertisement

রবিবার দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে লড়াই ভারত এবং পাকিস্তানের। সেখান থেকে মাত্র ২৮ কিলোমিটার দূরে শারজায় চমকে দিল নেপাল। এশিয়া কাপে জায়গা না পাওয়া দলই এশিয়ার ক্রিকেটের মুখ উজ্জ্বল করল।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম‍্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে নেপাল। প্রথম ম‍্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল নেপাল। টস জিতে নেপালকে ব‍্যাট করতে পাঠান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক আকিল হেসেন। নেপাল ২০ ওভারে ৮ উইকেটে ১৪৮ রান তোলে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৯ উইকেটে ১২৯ রানের বেশি করতে পারেনি।

Advertisement
আরও পড়ুন