MS Dhoni new Teaser

পরনে বুলেটপ্রুফ জ্যাকেট, চোখে রোদচশমা, হাতে বন্দুক, গুলি চালাচ্ছেন ধোনি! ব্যাপার কী?

এ বার কি বড় পর্দায় দেখা যাবে মহেন্দ্র সিংহ ধোনিকে? সমাজমাধ্যমে একটি টিজ়ার পোস্ট করেছেন অভিনেতা আর মাধবন। সেখানে অভিনয় করতে দেখা যাচ্ছে ধোনিকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৫
cricket

টিজ়ারে এই রূপেই দেখা গিয়েছে মহেন্দ্র সিংহ ধোনিকে। ছবি: সমাজমাধ্যম।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ছ’বছর আগে। আইপিএল কেরিয়ারও শেষের পথে। তবে কি এ বার ক্রিকেটের ময়দান থেকে অভিনয়ের ময়দানে পা রাখছেন মহেন্দ্র সিংহ ধোনি? বড় পর্দায় দেখা যাবে তাঁকে? সমাজমাধ্যমে একটি টিজ়ার পোস্ট করেছেন অভিনেতা আর মাধবন। সেখানে অভিনয় করতে দেখা যাচ্ছে ধোনিকে। তার পরেই শুরু হয়েছে জল্পনা।

Advertisement

ইনস্টাগ্রামে একটি টিজ়ার পোস্ট করেছেন মাধবন। সেখানে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে ধোনিকে। দু’জনের পরনে বুলেটপ্রুফ জ্যাকেট, চোখে রোদচশমা, হাতে বন্দুক। পোশাকে লেখা ‘টাস্ক ফোর্স’। অ্যাকশন করতে দেখা গিয়েছে ধোনিকে। গুলি চালাচ্ছেন তিনি।

টিজ়ারের ক্যাপশনে মাধবন লিখেছেন, “একটাই লক্ষ্য। দু’জন যোদ্ধা। এক দুর্দান্ত লড়াই শুরু। পরিচালনা করেছেন ভাসন বালা। শীঘ্রই আসছে।” মাধবনের কথা থেকে পরিষ্কার, দুই যোদ্ধার এক জন ধোনি। অর্থাৎ, পার্শ্বচরিত্র নয়, মুখ্য অভিনেতা হিসাবে রয়েছেন ধোনি। সেটি ওয়েব সিরিজ় না সিনেমা তা অবশ্য জানাননি মাধবন। এই টিজ়ার ইতিমধ্যেই ভাইরাল। ধোনিভক্তেরা এখন থেকেই মুখিয়ে রয়েছেন, কবে নতুন ভূমিকায় দেখা যায় তাঁদের প্রিয় তারকাকে।

এর আগে অনেক বিজ্ঞাপনে দেখা গিয়েছে ধোনিকে। অভিনয় তিনি মন্দ করেন না। তবে তিনি যে এ বার মাধবনের সঙ্গে অভিনয় করছেন তার খবর আগে পাওয়া যায়নি। সেই কারণে এই টিজ়ার সামনে আসার পরে জল্পনা আরও বেশি শুরু হয়েছে।

আপাতত ক্রিকেট থেকে দূরে রয়েছেন ধোনি। সামনের বছর আবার আইপিএল। সেখানে তিনি খেলবেন কি না তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার। ধোঁয়াশা রেখে দিয়েছেন। তার মাঝেই জানা গিয়েছে, আগামী বছর দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে ধোনিকে। সেই জল্পনার মাঝেই এ বার মাহিকে নিয়ে শুরু হয়েছে নতুন এক জল্পনা।

Advertisement
আরও পড়ুন