Yuzvendra Chahal-Dhanashree Verma

বিবাহবিচ্ছেদের ১০ মাস পর আবার একসঙ্গে দেখা যেতে পারে চহল-ধনশ্রীকে

শোনা যাচ্ছে, একটি রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণের জন্য চহল ও ধনশ্রীর সঙ্গে যোগাযোগ করতে চলেছেন নির্মাতারা। যদি ওই প্রাক্তন দম্পতি রাজি হন, তা হলে বিচ্ছেদের পর একই মঞ্চে এই প্রথম তাঁদের সামনাসামনি দেখা যাবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ০১:২২
(বাঁ দিকে) যুজবেন্দ্র চহল ও ধনশ্রী বর্মা (ডান দিকে)।

(বাঁ দিকে) যুজবেন্দ্র চহল ও ধনশ্রী বর্মা (ডান দিকে)। — ফাইল চিত্র।

বিবাহবিচ্ছেদের পরে কেটে গিয়েছে ১০টা মাস। এই ১০ মাসে পুরনো সম্পর্ক নিয়ে নানা অভিযোগ প্রকাশ্যে এসেছে। এমনকি, দীর্ঘ দিন ধরে সমাজমাধ্যমেও চলেছে বাগ্‌যুদ্ধ। এর মধ্যেই নতুন বছরের শুরুতে শোনা যাচ্ছে, আবার একসঙ্গে দেখা যেতে পারে যুজবেন্দ্র চহল ও ধনশ্রী বর্মাকে!

Advertisement

অদূর ভবিষ্যতে ‘দ্য ৫০’ নামে একটি রিয়্যালিটি শো শুরু হতে চলেছে। ওই শোয়ে খেলা, চলচ্চিত্র, টেলিভিশন এবং ডিজিটাল কন্টেন্টের মতো বিভিন্ন পেশার সঙ্গে জড়িত ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন। শোনা যাচ্ছে, ওই শোয়ে অংশগ্রহণের জন্য চহল ও ধনশ্রীর সঙ্গে যোগাযোগ করতে চলেছেন নির্মাতারা। যদি ওই প্রাক্তন দম্পতি রাজি হন, তা হলে বিচ্ছেদের পর একই মঞ্চে এই প্রথম তাঁদের সামনাসামনি দেখা যাবে।

ধনশ্রীর সঙ্গে চার বছরের বৈবাহিক সম্পর্ক ছিল চহলের। গত বছরের ২০ মার্চ তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তাঁর পর থেকে নানা সময়ে দু’জন দু’জনের দিকে বিভিন্ন অভিযোগ তুলেছেন। সমাজমাধ্যম থেকে নিজেদের একসঙ্গে তোলা ছবি সরিয়ে দিয়েছেন তাঁরা। শেষ বার ‘রাইজ় অ্যান্ড ফল’ অনুষ্ঠানে ধনশ্রী জানিয়েছিলেন, বিয়ের দু’মাসের মধ্যেই সম্পর্কে প্রতারণা করেন চহল। তা নিয়ে পাল্টা সরব হন ক্রিকেটতারকা। এ বার সত্যিই কি প্রাক্তন দম্পতিকে এক মঞ্চে দেখা যাবে? অপেক্ষায় অনুরাগীরা।

Advertisement
আরও পড়ুন