Shreyas Iyer

নিউ জ়িল্যান্ড সিরিজ়ে খেলার ছাড়পত্র পেয়ে গেলেন শ্রেয়স, রবিবারই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের সম্ভাবনা

ফিটনেসের প্রমাণ দিতে বিজয় হজারে ট্রফিতে একটি ম্যাচ খেলেছিলেন। এ বার আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হতে চলেছে শ্রেয়স আয়ারের। নিউ জ়িল্যান্ড সিরিজ়ে খেলার ছাড়পত্র পেয়ে গেলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ২২:৫২
cricket

মুম্বইয়ের জার্সিতে শ্রেয়স আয়ার। ছবি: পিটিআই।

ফিটনেসের প্রমাণ দিতে বিজয় হজারে ট্রফিতে একটি ম্যাচ খেলেছিলেন। দলের জয়ের পাশাপাশি নিজেও রান পেয়েছিলেন। এ বার আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হতে চলেছে শ্রেয়স আয়ারের। নিউ জ়িল্যান্ড সিরিজ়ে খেলার ছাড়পত্র পেয়ে গেলেন তিনি। ১১ জানুয়ারি প্রথম এক দিনের ম্যাচ। সেই ম্যাচে খেলতে পারেন শ্রেয়স।

Advertisement

শোনা গিয়েছিল, শ্রেয়স ফিট থাকলে প্রথম ম্যাচের পরেই ছাড়পত্র দিয়ে দেওয়া হবে। না হলে আর একটি ম্যাচ খেলানো হবে। একটি ম্যাচেই শ্রেয়সের ফিটনেসের প্রমাণ পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, শ্রেয়সের শরীর এখন ৫০ ওভারের ম্যাচের ধকল নেওয়ার জন্য তৈরি। বৃহস্পতিবার বডোদরা জাতীয় দলের বাকিদের সঙ্গে যোগ দিতে চলেছেন শ্রেয়স।

মঙ্গলবার হিমাচল প্রদেশের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে খেলতে নেমেছিলেন শ্রেয়স। চার নম্বরে ব্যাট করতে নেমে ৫৩ বলে ৮২ রান করেন তিনি। গোটা ইনিংসেই শ্রেয়সের ব্যাটিংয়ে কোনও অস্বস্তি চোখে পড়েনি। ফলে তাঁর শারীরিক প্রস্তুতি সম্পর্কে ইতিবাচক ইঙ্গিতই দেখা গিয়েছে।

গত অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ম্যাচে ফিল্ডিং করার সময় বুকে চোট পান শ্রেয়স। তাঁর প্লীহাতে চোট লাগে। অস্ট্রেলিয়ায় দীর্ঘ দিন চিকিৎসা করার পর ভারতে আসেন। তিন মাসের জন্য ছিটকে যান। শ্রেয়স ফেরায় মিডল অর্ডার নিয়ে চিন্তা কমবে গৌতম গম্ভীরদের। যদিও দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে রুতুরাজ গায়কোয়াড় ভালই খেলেছিলেন।

Advertisement
আরও পড়ুন