New Zealand vs West Indies

ওয়েস্ট ইন্ডিজ়কে চুনকাম নিউ জ়িল্যান্ডের, তৃতীয় এক দিনের ম্যাচে ৪ উইকেটে জয় স্যান্টনারদের

হ্যামিল্টনে তৃতীয় এক দিনের ম্যাচে চাপে পড়েও জয় ছিনিয়ে নিল নিউ জ়িল্যান্ড। সুযোগ কাজে লাগাতে পারলেন না ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটারেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ১৬:৩২
New Zealand beats West Indies by 4 wickets in 3rd ODI

নিউ জ়িল্যান্ডের ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: এক্স।

তৃতীয় এক দিনের ম্যাচেও জিতল নিউ জ়িল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ়কে ৪ উইকেটে হারালেন মিচেল স্যান্টনারেরা। সফরকারীদের চুনকাম করে ৩-০ ব্যবধানে সিরিজ় জিতল কিউয়িরা। প্রথমে ব্যাট করে ৩৬.২ ওভারে ১৬১ রান করে ওয়েস্ট ইন্ডিজ়। জবাবে ৩০.৩ ওভারে ৬ উইকেটে ১৬২ নিউ জ়িল্যান্ডের।

Advertisement

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক সাই হোপ। কিন্তু হ্যামিলটনের ২২ গজে সুযোগ কাজে লাগাতে পারেননি ক্যারিবিয়ান ব্যাটারেরা। নিয়মিত ব্যবধানে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ়। সর্বোচ্চ রোস্টন চেজের ৫১ বলে ৩৮। এ ছাড়া বলার মতো রান ওপেনার জন ক্যাম্পবেলের ২৬। ওয়েস্ট ইন্ডিজ়ের স্বীকৃত বাকি ব্যাটারেরা কেউই দলকে ভরসা দিতে পারলেন না। আকিম অগস্টে (১৭), কেসি কার্টি (০), হোপ (১৬), শেরফান রাদারফোর্ড (১৯), জাস্টিন গ্রেভস (১) ম্যাথু ফোর্ড (০) ২২ গজে দাঁড়াতেই পারলেন না। শেষ দিকে খারি পিয়েরের ২২ রানের অপরাজিত ইনিংস ওয়েস্ট ইন্ডিজ়ের ইনিংসকে কিছুটা ভদ্রস্থ করে।

নিউ জ়িল্যান্ডের সফলতম বোলার ম্যাট হেনরি ৪৩ রানে ৪ উইকেট নিলেন। ২৭ রানে ২ উইকেট স্যান্টনার। ২৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন জেকব ডাফি। ১টি করে উইকেট পেয়েছেন কাইল জেমিসন, জ্যাক ফকস।

জয়ের জন্য ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে সমস্যায় পড়ে নিউ জ়িল্যান্ডও। পর পর আউট হয়ে গিয়েছেন ডেভন কনওয়ে (১১), রাচিন রবীন্দ্র (১৪), উইল ইয়ং (৩)। ৩২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আয়োজকেরা। চাপের মুখে দলের ইনিংসের হাল ধরেন মার্ক চাপম্যান। তাঁকে সঙ্গ দেন মাইকেল ব্রেসওয়েল। চাপম্যান করেন ৬৩ বলে ৬৪ রান। মারেন ৮টি চার এবং ২টি ছক্কা। ব্রেসওয়েল ৩১ বলে ৪০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। তাঁর ব্যাট থেকে এসেছে ৬টি চার। শেষ পর্যন্ত তাঁর সঙ্গে ২২ গজে ছিলেন ফকস (অপরাজিত ২)। এক মাঝে ব্যর্থ হন টম লাথাম (১০) এবং স্যান্টনার (৯)।

ওয়েস্ট ইন্ডিজ়ের সফলতম বোলার জেডেন সিলস ৩৫ রানে ২ উইকেট নিয়েছেন। ৪৬ রানে ২ উইকেট ফোর্ডের। ১টি করে উইকেট নিয়েছেন চেজ এবং শামার স্প্রিংগার।

Advertisement
আরও পড়ুন