ICC Women ODI World CUP 2025

এশিয়া কাপের বিতর্ক বিশ্বকাপেও, পাক অধিনায়ক ফতিমা সানার সঙ্গে হাত মেলালেন না ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর

সূর্যকুমার যাদবের মতো হরমনপ্রীত কৌরও হাত মেলালেন না পাকিস্তানে অধিনায়কের সঙ্গে। টসের সময় কিছু ক্ষণ পাশাপাশি দাঁড়ালেও ফতিমা সানার দিকে তাকালেনও না ভারতের মহিলা দলের অধিনায়ক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ ১৪:৪৭
picture of Harmanpreet Kaur

(বাঁ দিকে) হরমনপ্রীত কৌর এবং ফতিমা সানা (ডান দিকে)। ছবি: আইসিসি।

পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানার সঙ্গে হাত মেলালেন না হরমনপ্রীত কৌর। মহিলাদের এক দিনের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে আগ্রহ বেড়েছিল গত এশিয়া কাপের বিতর্কের পর। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে সূর্যকুমার যাদবের মতো হরমনপ্রীতও এড়িয়ে গেলেন পাক অধিনায়ককে।

Advertisement

টসের জন্য বেশ কিছু ক্ষণ পাশাপাশি দাঁড়িয়ে থাকলেও ফতিমার দিকে ফিরেও তাকালেন না হরমনপ্রীত। তবে কোনও একটি ঘটনায় দুই অধিনায়ককেই হাসতে দেখা গিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগেই হরমনপ্রীতদের পরামর্শ দিয়েছিল পাক ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর। সেইমতো হরমনপ্রীত হাত মেলাননি ফতিমার সঙ্গে। তবে টসের সময় পরিবেশ ছিল তুলনায় হালকা। অন্তত গত এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের তুলনায় অনেকটাই স্বাভাবিক ছিল পরিবেশ। সম্ভবত অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছিলেন আয়োজকেরা। কারণ দু’দলের কোনও অধিনায়ককেই করমর্দন করার উদ্যোগ নিতে দেখা যায়নি।

গত তিনটি রবিবার এশিয়া কাপে সূর্যকুমারেরা মুখোমুখি হয়েছিলেন সলমন আলি আঘার দলের। তিনটি ম্যাচেই জিতেছে ভারতীয় দল। ফলে টানা চারটি রবিবার ২২ গজে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। সূর্যকুমারদের মতো হরমনপ্রীতেরাও জয়ের ধারা অব্যাহত রাখতে পারবেন কি না, তা জানার জন্য কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। তবে এশিয়া কাপের বিতর্ক বিশ্বকাপেও অব্যাহত থাকল।

এশিয়া ফাইনালের পর ভারতীয় দলকে ট্রফি দেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নকভি। সেই ঘটনাকে কেন্দ্র করে ভারত-পাক ক্রিকেট সম্পর্কেরও অবনতি হয়েছে। ফলে মহিলাদের বিশ্বকাপের এই ম্য়াচ ঘিরেও ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে। ম্যাচ শুরুর আগেই ফতিমার সঙ্গে হাত না মিলিয়ে হরমনপ্রীত বুঝিয়ে দিলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের আঁচ এখনও কমেনি।

Advertisement
আরও পড়ুন