Fatima Sana

বিশ্বকাপে একটি ম্যাচও জিততে না পেরে আইসিসিকে দুষলেন পাক অধিনায়ক! ফতিমার অভিযোগ কী?

মহিলাদের এক দিনের বিশ্বকাপের পাঁচটি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। পাকিস্তান এবং শ্রীলঙ্কার তিনটি করে ম্যাচ হয়নি। এ জন্য আইসিসির পরিকল্পনাকে দুষেছেন পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১১:২৮
picture of cricket

ফতিমা সানা। ছবি: পিটিআই।

মহিলাদের এক দিনের বিশ্বকাপে একটি ম্যাচও না জিতে বিদায় নিয়েছে পাকিস্তান। শুক্রবার শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিরুদ্ধে সোচ্চার হয়েছেন পাক অধিনায়ক ফতিমা সানা। তাঁর অভিযোগ, আইসিসির দুর্বল পরিকল্পনায় জলে যায় তাঁদের চার বছরের পরিশ্রম।

Advertisement

এ বার মহিলাদের বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। কলম্বোয় পাঁচটি ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি। তার মধ্যে রয়েছে পাকিস্তান এবং শ্রীলঙ্কার তিনটি করে ম্যাচ। শুক্রবার এই দু’দলের খেলা হয় মাত্র ৪.২ ওভার। বিশ্বকাপের এতগুলি ম্যাচ বৃষ্টির জন্য খেলতে না পারায় বিরক্ত ফতিমা। শুক্রবার খেলা বাতিল হওয়ার পর ক্ষোভ উগরে দিয়েছেন আইসিসির বিরুদ্ধে।

ফতিমা বলেছেন, ‘‘আমার শুধু একটাই কথা মনে হচ্ছে। এ বার আবহাওয়া আমাদের পক্ষে ছিল না। আমার মনে হয়, আইসিসির উচিত বিশ্বকাপের জন্য অন্তত তিনটি ভাল মাঠের ব্যবস্থা করা। একটা বিশ্বকাপ খেলার জন্য আমরা চার বছর অপেক্ষা করে থাকি।’’

দলের পারফরম্যান্স নিয়েও হতাশা গোপন করেননি পাক অধিনায়ক। ফতিমা বলেছেন, ‘‘আমাদের দলের বোলিং এবং ফিল্ডিং যথেষ্ট ভাল। ব্যাটিংয়ের ক্ষেত্রে আমরা কিছুটা পিছিয়ে রয়েছি। দুটো ম্যাচে অবশ্য আমাদের ব্যাটিংও ভাল হয়েছে। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে আমরা ভাল লড়াই করেছি। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে জিততে পারিনি।’’ ২২ বছরের অলরাউন্ডার আরও বলেছেন, ‘‘পাকিস্তানের সবচেয়ে কমবয়সি অধিনায়ক হিসাবে এই প্রতিযোগিতা থেকে অনেক কিছু শিখতে পেরেছি। বিশ্বকাপের আগে খুব বেশি ক্রিকেট খেলার সুযোগ হয়নি আমাদের। আরও বেশি ম্যাচ খেলা দরকার। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। এখন থেকেই আমাদের প্রস্তুতি শুরু করা দরকার।’’

এত কম বয়সে বিশ্বকাপে নেতৃত্ব দিলেন। চাপ ছিল? ফতিমা বলেছেন, ‘‘চাপ সব সময় থাকে। আমি কেন উইলিয়ামসনকে অনুসরণ করি। অল্পের জন্য বিশ্বকাপ হাতছাড়া হয়েছিল উইলিয়ামসনের। তাও মুখে হাসি ধরে রেখেছিলেন। আমিও মাথা ঠান্ডা রাখার চেষ্টা করি। দল হারতে থাকলেও অধিনায়কের উচিত সতীর্থদের উপর আস্থা রাখা। যাতে পরের ম্যাচগুলোয় জেতার সম্ভাবনা তৈরি করা যায়।’’

ফতিমার আশা, টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁরা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারবেন। বিশ্বকাপের ম্যাচ আয়োজন নিয়ে আইসিসির আরও সতর্ক হওয়া উচিত, শেষে আবার মনে করিয়ে দিয়েছেন ফতিমা।

Advertisement
আরও পড়ুন