India Vs Pakistan In Asia Cup 2025

পুরস্কার বিতরণী, জোড়া সাংবাদিক বৈঠক বাতিল করার পর অবশেষে প্রকাশ্যে পাক অধিনায়ক সলমন, ভারতের কাছে হেরে কী বললেন?

গ্রুপ পর্বে ভারতের কাছে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেননি পাকিস্তানের অধিনায়ক সলমন আঘা। আমিরশাহি এবং সুপার ফোরে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে পর পর দু’টি সাংবাদিক বৈঠক বাতিল করে পাকিস্তান। অবশেষে প্রকাশ্যে এলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ০১:২৫
পাকিস্তানের অধিনায়ক সলমন আঘা।

পাকিস্তানের অধিনায়ক সলমন আঘা। ছবি: রয়টার্স।

গ্রুপ পর্বে ভারতের কাছে হেরেছিল পাকিস্তান। তার পর ভারতের ক্রিকেটারেরা করমর্দন করেননি পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে। প্রতিবাদে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেননি পাকিস্তানের অধিনায়ক সলমন আঘা। এর পর আমিরশাহি এবং সুপার ফোরে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে পর পর দু’টি সাংবাদিক বৈঠক বাতিল করে পাকিস্তান। তবে রবিবার ম্যাচ হারের পর পুরস্কার বিতরণীতে কথা বললেন সলমন।

Advertisement

ম্যাচ শেষ হওয়ার পর এ দিনও দু’দলের ক্রিকেটারেরা হাত মেলাননি। তবে আগের দিনের মতো ভারত সাজঘরের দরজা বন্ধ করেনি। আম্পায়ারদের সঙ্গে হাত মেলানোর পর পুরস্কার বিতরণী মঞ্চের সামনে দাঁড়িয়ে গল্পগুজব করছিলেন ভারতীয় ক্রিকেটারেরা। একটু দূরেই দাঁড়িয়েছিলেন সলমন এবং পাকিস্তানের কোচ মাইক হেসন। তখনই বোঝা গিয়েছিল সলমন কথা বলতে পারেন। সেটাই হয়।

ভারতের কাছে হেরে পাকিস্তানের অধিনায়ক বলেন, “আমরা এখনও নিখুঁত ম্যাচ খেলতে পারিনি। তবে আস্তে আস্তে সে দিকে এগিয়ে যাচ্ছি। আজ শুরুটা দুর্দান্ত করেছিলাম। কিন্তু পাওয়ার প্লে-তে ওরা আমাদের হাত থেকে ম্যাচটা কেড়ে নিল। ব্যাটিংয়ের সময় প্রথম ১০ ওভারের পর আমরা যে জায়গায় ছিলাম, সে দিকে তাকালে মনে হয় আরও অন্তত ১০-১৫ রান করা উচিত ছিল। এই পিচে ১৭০-১৮০ লড়াকু স্কোর। তবে ওরা পাওয়ার প্লে-তে ভাল ব্যাট করেছে, যেটা দু’দলের পার্থক্য গড়ে দিয়েছে।”

এই ম্যাচ থেকেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন সলমন। বলেছেন, “যে ভাবে ফখর (জ়মান), (সাহিবজ়‌াদা) ফারহান ব্যাট করেছে, হ্যারি (হ্যারিস রউফ) বল করেছে, তাতে ইতিবাচক দিক অনেক রয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে পরের ম্যাচের দিকে তাকিয়ে আছি। অন্য শহরে, অন্য পরিস্থিতিতে গিয়ে সেই ম্যাচটা খেলতে হবে।”

Advertisement
আরও পড়ুন