Mohammad Rizwan

টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ে ক্ষিপ্ত রিজওয়ান, নেতৃত্ব ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি পাক বোর্ডকে

সম্প্রতি নিউ জ়‌িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়‌ে বাদ পড়েছিলেন মহম্মদ রিজওয়ান। বিষয়টি নিয়ে ক্ষিপ্ত রিজওয়ান। পাকিস্তানের নেতৃত্ব ছাড়াও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৬:০৪
cricket

মহম্মদ রিজওয়ান। — ফাইল চিত্র।

সম্প্রতি নিউ জ়‌িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়‌ে বাদ পড়েছিলেন মহম্মদ রিজওয়ান। তাঁকে বিশ্রাম দেওয়ার কথা বলা হলেও অনেকে উড়িয়ে দিচ্ছেন না বাদ পড়ার সম্ভাবনাও। বিষয়টি নিয়ে ক্ষিপ্ত রিজওয়ান। পাকিস্তানের নেতৃত্ব ছাড়াও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি।

Advertisement

আগামী কয়েক দিনের মধ্যে পাক বোর্ডের প্রধান মহসিন নকভির সঙ্গে দেখা করার কথা রিজওয়ান এবং বাবর আজমের। সেখানেই অধিনায়ক হিসাবে আরও বেশি ক্ষমতা দেওয়ার দাবি করতে পারেন রিজওয়ান। নিউ জ়‌িল্যান্ড টি-টোয়েন্টি সিরি‌জ়ে তাঁকে বাদ দেওয়া তো বটেই, দল নির্বাচনেও কোনও মতামত নেওয়া হয়নি।

রিজওয়ানের এক ঘনিষ্ঠ সূত্র ‘টেলিকম এশিয়া স্পোর্ট’কে বলেছেন, “দ্রুত পিসিবি চেয়ারম্যানের সঙ্গে দেখা করার কথা রিজওয়ানের। কেন ওকে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়েছিল তা জানতে চাইবে।”

শুধু তাই নয়, অধিনায়ক হিসাবে আরও ক্ষমতা চাইছেন রিজওয়ান। নিউ জ়িল্যান্ড সিরিজ়‌ে দল নির্বাচন নিয়ে কোচের সঙ্গে একাধিক বার মতানৈক্য হয়েছে তাঁর। ওই সূত্রের দাবি, “ম্যাচের প্রথম একাদশ নির্বাচন করার ক্ষেত্রে আরও অধিকার দাবি করতে পারে রিজওয়ান। যদি সেটা না দেওয়া হয় তা হলে অধিনায়কত্ব থেকে ইস্তফা দেওয়ার সম্ভাবনাও থাকছে।”

এখনকার কোচ আকিব জাভেদের বদলে পাকিস্তান ইতিমধ্যেই বিদেশি কোচেদের সঙ্গে যোগাযোগ করেছে। পাকিস্তানের বেশ কিছু প্রাক্তন ক্রিকেটারও দৌড়ে রয়েছেন। আপাতত পাকিস্তান সুপার লিগের কারণে বেশ কিছু দিন দেশের হয়ে ম্যাচ নেই। ফলে কোচ বাছার জন্য বোর্ডের হাতে সময় রয়েছে।

Advertisement
আরও পড়ুন