Virat Kohli

আইপিএলে ১৪ বছর আগের সাক্ষাৎকার দেখে নিজেই থ কোহলি, ‘এ সব আমি বলেছিলাম’!

আইপিএলে এখনও পর্যন্ত মোট ১৮ বার ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন বিরাট কোহলি। তবে প্রথম বার ম্যাচের সেরার পুরস্কার পাওয়ার পর যে সাক্ষাৎকার দিয়েছিলেন, তা শুনে অবাক হয়ে গিয়েছেন বিরাট কোহলি। কী বলেছিলেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৪:৩৮
cricket

বিরাট কোহলি। ছবি: সমাজমাধ্যম।

আইপিএলে এখনও পর্যন্ত মোট ১৮ বার ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন বিরাট কোহলি। তবে প্রথম বার ম্যাচের সেরার পুরস্কার পাওয়ার পর যে সাক্ষাৎকার দিয়েছিলেন, তা শুনে অবাক হয়ে গিয়েছেন বিরাট কোহলি। তিনি যে কথাগুলি বলেছিলেন সেগুলি যে কোনও দিন বলতে পারেন এটাই বিশ্বাস হচ্ছে না তাঁর।

Advertisement

২০১১ সালে প্রথম বার আইপিএলে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছিলেন কোহলি। দিল্লির বিরুদ্ধে সেই ম্যাচে ৩৮ বলে ৬২ করে দলকে জিতিয়েছিলেন। তার পর কোহলি বলেছিলেন, “সত্যি বলতে, এ ভাবে ব্যাটিংয়ের পরিকল্পনা করিনি। তবে বল ভাল ভাবে মারা শুরুর করার পর ক্রিসের (গেল) থেকে দায়িত্ব নিজের কাঁধে তুলে নিই। ক্রিজ়ে দাঁড়িয়ে সেটাই পরিকল্পনা করেছিলাম যাতে ক্রিস নিজের মতো শট খেলতে পারে এবং আমিও নিজের খেলাটা খেলতে পারি।”

সম্প্রতি জিয়োহটস্টারের ‘১৮ কলিং ১৮’ অনুষ্ঠানে এই সাক্ষাৎকার দেখানো হয় কোহলিকে। তিনি প্রথমে বলেন, “আমি নিজেই জানি না সে দিন কী বলেছিলাম। তোমরা কোথা থেকে এ সব আনো কে জানে!” সাক্ষাৎকারটি দেখার পর অবাক হয়ে যান কোহলি। বলেন, “ক্রিস যাতে নিজের মতো শট খেলতে পারে, এমন কথা আমি বলেছিলাম! আমার ভুলটা শুধু দেখো এক বার।”

কেন সেই কথা বিশ্বাস করতে পারছেন না, তার কারণও ব্যাখ্যা করেছেন কোহলি। বলেছেন, “আসলে সমাজমাধ্যম আসার পর থেকে সমর্থকেরা ক্রিকেটারদের প্রতিটা কথার বিশ্লেষণ করা শুরু করেছে। বেশির ভাগ ক্ষেত্রেই সেই কথা আমূল বদলে ফেলা হচ্ছে।”

চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১৬৪ রান করেছেন কোহলি। দু’টি অর্ধশতরানও রয়েছে। বৃহস্পতিবার খেলতে নামবেন সেই দিল্লির বিরুদ্ধেই।

Advertisement
আরও পড়ুন