Asia Cup 2025

‘দাঁড়ান, ভারত তো এখনও ফাইনালেই ওঠেনি’, বিতর্কে জড়ানো দুই সতীর্থের পাশে দাঁড়িয়ে খোঁচা শাহিনের

শাহিন আফ্রিদি অন্য দলগুলিকে নিয়ে ভাবতে চাইছেন না। এশিয়া কাপের ফাইনালে দলকে তোলাই লক্ষ্য তাঁর। হ্যারিস রউফ এবং সাহিবজ়াদা ফারহানের আচরণে বিতর্কের কিছু দেখছেন না তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫৯
picture of Shaheen Afridi

শাহিন আফ্রিদি। ছবি: এক্স।

ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোর পর্বের ম্যাচে প্ররোচনামূলক অঙ্গভঙ্গি করেছিলেন হ্যারিস রউফ। পাক জোরে বোলার সমালোচিতও হয়েছেন সে জন্য। সতীর্থের সেই কাণ্ড নিয়ে মুখ খুললেন শাহিন আফ্রিদি।

Advertisement

শুধু রউফই নন, সেই ম্যাচে আচরণের জন্য সমালোচিত হন পাক ব্যাটার সাহিবজ়াদা ফারহানও। অর্ধশতরান করার পর ব্যাটকে বন্দুকের মতো ব্যবহার করে উচ্ছ্বাস দেখিয়েছিলেন তিনি। এ সব নিয়ে প্রশ্ন করা হয় শাহিনকে। তিনি অবশ্য বিতর্কের কিছু দেখছেন না। বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগের দিন পাকিস্তানের জোরে বোলার বলেছেন, ‘‘আমাদের কাজ ক্রিকেট খেলা। সত্যি বলতে সকলেরই নিজের মতো করে উচ্ছ্বাস করার বা আবেগ প্রকাশের অধিকার রয়েছে। প্রত্যেকের ভাবনাও আলাদা।’’ শাহিন আরও বলেছেন, ‘‘প্রত্যেকের আত্মসম্মান বোধ আলাদা। যে যার মতো করে ভাবে। তবে আমাদের সকলের প্রধান কাজ হল খেলা। আমরা এখানে এসেছি ত্রিদেশীয় সিরিজ় চ্যাম্পিয়ন হয়ে। এখন আমাদের লক্ষ্য এশিয়া কাপ জেতা। ঈশ্বর চাইলে আমরা জিতব। আমরা সকলে শুধু নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি।’’

এশিয়া কাপে ভারতের সঙ্গে দু’টি ম্যাচেই হেরেছে পাকিস্তান। ফাইনালে আবার ভারতের বিরুদ্ধে খেলতে হতে পারে। আপনারা কতটা আত্মবিশ্বাসী? শাহিন কিছুটা খোঁচা দিয়ে বলেছেন, ‘‘দাঁড়ান, এখনও পর্যন্ত ভারত তো ফাইনালেই ওঠেনি। কাদের মধ্যে ফাইনাল হবে, সেটা আগে ঠিক হোক। আমরা এখানে এশিয়া কাপ জিততে এসেছি। ফাইনাল তো জিততেই হবে। আমরা যে কোনও দলের বিরুদ্ধে খেলতে তৈরি। আমরা ভারতকেও হারাতে পারি।’’

কিন্তু বড় দলগুলির বিরুদ্ধে আপনাদের সাফল্য কোথায়? শাহিন বলেছেন, ‘‘এটা ঠিক, আমরা বড় দলগুলোর বিরুদ্ধে জিততে পারিনি। কেউ বলতেই পারেন, আমরা র‌্যাঙ্কিংয়েও পিছিয়ে গিয়েছি। তবে বড় দলগুলোর বিরুদ্ধে আমরা জেতার কথা ভেবেই খেলি। কোনও কোনও ম্যাচে জিতেওছি। যে বড় দলগুলোর সঙ্গে আমরা খেলেছি, প্রত্যেকের সঙ্গে আমাদের লড়াই হয়েছে।’’

শাহিন এখন অন্য দলগুলিকে নিয়ে ভাবতে চাইছেন না। বৃহস্পতিবার বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে দলকে তোলাই লক্ষ্য তাঁর। তার পর ফাইনালের প্রতিপক্ষকে নিয়ে ভাবতে চান।

Advertisement
আরও পড়ুন