Asia Cup 2025

সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়, এশিয়া কাপের ফাইনালের দৌড়ে থাকলেন সলমনেরা

টান টান লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারাল পাকিস্তান। আবু ধাবির ২২ গজে মঙ্গলবার দাপট দেখালেন বোলারেরা। কোনও দলের ব্যাটারেরাই স্বচ্ছন্দে ছিলেন না স্পিন সহায়ক পিচে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ০০:০৬
Picture of Salman Agha

সলমন আঘা। ছবি: এক্স।

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ওঠার দৌড়ে টিকে থাকল পাকিস্তান। মঙ্গলবার আবু ধাবির ২২ গজে সলমন আলি আঘার দল জয় পেল ৫ উইকেটে। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করে ৮ উইকেটে ১৩৩। জবাবে ১৮ ওভারে ৫ উইকেটে ১৩৮ রান তুলল পাকিস্তান। পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে থাকলেন সলমনেরা। সুপার ফোরে টানা দু’ম্যাচ হেরে কোণঠাসা অবস্থায় শ্রীলঙ্কা।

Advertisement

সহজ ম্যাচ কঠিন করে জিতলেন সলমনেরা। শাহিন আফ্রিদি, হ্যারিস রউফেরা পরিস্থিতি সহজ করে দিয়েছিলেন শ্রীলঙ্কাকে ১৩৩ রানে আটকে রেখে। পাকিস্তানের দুই ওপেনার শাহিবজ়াদা ফারহান এবং ফখর জ়ামান শুরুটা খারাপ করেননি। তবে ফারহান (১৫ বলে ২৪) আউট হতেই ধস নামে পাকিস্তানের ইনিংসে। কিন্তু শ্রীলঙ্কার দুই স্পিনার মাহিশ থিকসানা এবং ওয়ানিন্দু হাসরঙ্গের দাপটে পর পর চার উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যান সলমনেরা। পর পর ফিরে যান জ়ামান (১৭), সাইম আয়ুব (২), সলমন (৫)। ৫৭ রানে ৪ উইকেট হারানোর পর পাক ইনিংসের হাল ধরেন হুসেন তালাত এবং মহম্মদ নওয়াজ়। মাঝে মহম্মদ হ্যারিসও (১১) ব্যর্থ হন। শেষ পর্যন্ত ষষ্ঠ উইকেটে তালাত-নওয়াজ়ের অবিচ্ছিন্ন জুটি পাকিস্তানকে জয় এনে দেয়। তালাত ৪টি চারের সাহায্যে ৩০ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন। নওয়াজের ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংস। তিনি ৩টি চার এবং ৩টি ছক্কা মারেন। শ্রীলঙ্কার সফলতম বোলার থিকসানা ২৪ রানে ২ উইকেট নেন। ২৭ রানে ২ উইকেট হাসরঙ্গের। ৩১ রানে ১ উইকেট দুষ্মন্ত চামিরার।

এর আগে প্রথমে ব্যাট করার সুযোগ কাজে লাগাতে পারেননি শ্রীলঙ্কার ব্যাটারেরা। ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে এক সময় ধুঁকছিল শ্রীলঙ্কার ইনিংস। পাথুম নিশঙ্কা (৮), কিশল মেন্ডিস (শূন্য), কুশল পেরেরা (১৫), চরিথ আশালঙ্কা (২০), দাসন শনাকারা (শূন্য) দলকে ভসা দিতে পারেননি পাক বোলিং আক্রমণের সামনে। শ্রীলঙ্কাকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয় পাঁচ নম্বরে নামা কামিন্দু মেন্ডিসের ৪৪ বলে ৫০ রানের ইনিংস। ৩টি চার এবং ২টি ছয় মারেন তিনি। শেষ দিকে দলের রান কিছু বাড়িয়ে নেন হাসরঙ্গ (১৫) এবং চামিকা করুণারত্নে (অপরাজিত ১৭)।

পাকিস্তানের সফলতম বোলার আফ্রিদি ২৮ রানে ৩ উইকেট নিয়েছেন। ১৮ রানে ২ উইকেট তালাতের। ৩৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন রউফ। এ ছাড়া ৮ রানে ১ উইকেট আবরার আহমেদের। তেমন উইকেট না পেলেও আবরারের বল খেলতে সমস্যায় পড়েন শ্রীলঙ্কার ব্যাটারেরা। তাঁর ৪ ওভারে রানই করতে পারেননি তাঁরা।

Advertisement
আরও পড়ুন